অলস্পোর্ট ডেস্ক: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন তাদের সামনে রানের পাহাড় তৈরি করে দিয়েছে ভারতের ব্যাটাররা। যদিও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের তরফে একটি ডবল সেঞ্চুরিই এসেছে শুভমানের ব্যাট থেকে। আর দুটো ৮০-এর ঘরে রান করেন যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাডেজা। তাও ৫০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছিল ভারত। সেই বিশাল ৫৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড থেমেছিল ৭৭-৩-এ। আর তৃতীয় দিন পুরো দল থামল ৪০৭ রানে। এল জোড়া সেঞ্চুরি। তাও লক্ষ্য থেকে ১৮০ রান পিছিয়েই থামতে হল। ফলো-অন হল না, তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যবধান আরও অনেকটাই বাড়িয়ে নিল ভারত।
এর আগে এজবাস্টনে কখনও জেতেনি ভারত। এটিই সব থেকে বড় সুযোগ শুভমানদের সামনে। এদিন জো রুট আর হ্যারি ব্রুক ব্যাট করতে নামেন। জো রুট ২২ রান করে আউট হয়ে গেলেও বড় রানের লক্ষ্যে ব্যাটিং শুরু করেন ব্রুক। ছ’নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক বেন স্টোকস রানের খাতাই খুলতে পারেননি। তবে তাতে লড়াই থামেনি ইংল্যান্ড ব্যাটারদের। জেমি স্মিথকে সঙ্গে নিয়ে নতুন করে লড়াই শুরু করেন ব্রুক। দু’জনের ব্যাট থেকেই আসে সেঞ্চুরি। ১৫৮ রানে ব্রুক প্যাভেলিয়নে ফেরার পর আর কেউই জেমিকে সাহায্যের ব্যাট বাড়িয়ে দিতে পারেননি।
এর পর ক্রিস ওকস ৫, ব্রাইডন কার্স, জোশ টং ও শোয়েব বশির কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। মাত্র ২০৭ বলে ১৮৪ রানে অপরাজিত থাকেন জেমি স্মিথ। এদিন ইংল্যান্ডের পাঁচ জন কোনও রান না করেই আউট হয়ে যান। যার নেপথ্য কারিগর অবশ্যই ভারতের দুই বোলার, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। দু’জনে মিলে ১০ উইকেট তুলে নেন ইংল্যান্ডের। সিরাজের ঝুলিতে আসে ৬ উইকেট, আকাশের ৪। আর বাকিরা বল হাতে চূড়ান্ত ব্যর্থ। প্রসিধ কৃষ্ণাকে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে।
১৮০ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। যশস্বী জয়সওয়াল ২২ রান করে আউট হয়ে যান। ইংল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন জোশ টং। দিনের শেষে ভারতীয় ওপেনার কেএল রাহুল ২৮ ও করুণ নায়ার ৭ রানে অপরাজিত রয়েছেন। ভারত ৬৪-১। তৃতীয় দিনের শেষে ২৪৪ রানে এগিয়ে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





