অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্ট নিয়ে উত্তেজনার পারদ চড়ছিল দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। বৃহস্পতিবার লর্ডসে শুরু হয়ে গেল সেই ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ভাল জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ডের ব্যাটিং। বল হাতে আগের ম্যাচের মতো দ্রুত উইকেট তুলে নিতে পারেনি ভারতের বোলাররা। যশপ্রীত বুমরাহ ফিরেছেন দলে। বাদ পড়েছে প্রসিধ কৃষ্ণা। প্রথম দিনের শেষে ৯৯ রানে অপরাজিত জো রুট। দ্বিতীয় দিন তাঁর সেঞ্চুরি দিয়েই যে শুরু করবে ইংল্যান্ড তা নিয়ে কোনও সংশয় নেই। সঙ্গে রয়েছেন অধিনায়ক বেন স্টোকস। দিনের শেষে ইংল্যান্ড ২৫১-৪।
এদিন ৮৩ ওভারই ব্যাট করতে পেরেছে ইংল্যান্ড। এদিন দুই দলেই একটি করে পরিবর্তন করা হয়েছিল। প্রথম টেস্টের পর বিশ্রাম নিয়ে তৃতীয় টেস্টে ফিরেছেন বুমরাহ। তাঁকে জায়গা করে দিতে বেঞ্চে বসতে হয়েছে কৃষ্ণাকে। ফিরে প্রথম দিনই উইকেটে নাম লিখিয়ে ফেলেছেন তিনি। তবে প্রথম দিন যদি ইংল্যান্ডকে কেউ সমস্যায় ফেলে থাকেন তাহলে তিনি নীতীশ কুমার রেড্ডি। শুরুতে দুই ওপেনারকে ফেরান তিনিই।
এদিন ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছিলেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ক্রলি ১৮ ও ডাকেট ২৩ রান করে নীতীশের বলে ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে দ্রুত ফিরে যান প্যাভেলিয়নে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪৪ রানে ফেরেন ওলি পোপ। তাঁকে ফেরান রবীন্দ্র জাডেজা। চার নম্বরে নামা জো রট অবশ্য এখনও টিকে রয়েছেন ক্রিকেট। তাঁর নামের পাশে লেখা হয়ে গিয়েছে ১৯১ রানে ৯৯ রান। তাঁর এই ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। তাঁকে সমস্যায় ফেলতে পারেনি ভারতের বোলাররা। বিরাট কিছু রান না হলেও উইকেটও পড়েনি। সেক্ষেত্রে দ্বিতীয় দিন খুবই গুরুত্বপূর্ণ।
পাঁচ নম্বরে নামা হ্যারি ব্রুক ১১ রান করে আউট হয়ে যান। তাঁকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন যশপ্রীত বুমরাহ। এর পর বাকি সময়টি টিকে থেকে দলকে দিনের শেষ পর্যন্ত নিয়ে যান স্বয়ং অধিনায়ক। বেন স্টোকস ৩৯ রানে অপরাজিত রয়েছেন।
লর্ডস টেস্টে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, এটিই সব থেকে ভালো খবর। তবে সম্প্রতি লর্ডসের মাঠ নিয়ে নানা রকমের আলোচনা উঠে এসেছে। মাঠের আকাড় থেকে শুরু করে গ্রিন পিচ সব নিয়ে অনেক রকমের আলোচনা রয়েছে। তবে আসল আলোচনা হবে ম্যাচ শেষে। ফল কার দিকে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও চার দিন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





