Sunday, November 16, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্ট ড্র হলেও জিতে গেল ভারতীয় ব্যাটিং

ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্ট ড্র হলেও জিতে গেল ভারতীয় ব্যাটিং

অলস্পোর্ট ডেস্ক: লড়াইটা যে এত সহজে ছেড়ে দেবে না ভারতীয় ক্রিকেট দল তা চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগেই বুঝিয়ে দিয়েছিলেন ক্রিকেটাররা। যখন বিশাল রানের পাহাড়ের সামনে দাঁড়িয়ে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারতীয় ব্যাটিং। চতুর্থ টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা না খুলেই ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। যা ভারতীয় ব্যাটিংয়ের জন্য বড় ধাক্কা তো ছিলই কিন্তু সেই ধাক্কা কাটিয়ে উঠে প্রতিপক্ষ ইংল্যান্ড বোলারদের চোখে চোখ রেখে যে লড়াই করলেন অধিনায়ক শুভমান গিল ও কেএল রাহুল তাতে ভারতীয় ক্রিকেট যে সঠিক হাতেই রয়েছে তা নিয়ে কোনও সংশয় নেই। ভারত এই সিরিজ হারুক বা জিতুক (যদিও জয়ের কোনও সুযোগ আর নেই) বা ড্র রেখে দেশে ফিরুক, একঝাঁক নতুন মুখের উপর ভরসা রেখে যে ভুল করেনি বিসিসিআই-এর নির্বাচক কমিটি তা তারা প্রমান করে দিয়েছে। অনবদ্য লড়াই শেষে ম্যাচ ড্র। তবে ভারতের লড়াই এখনও শেষ হয়নি। শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করাই হবে এখন লক্ষ্য।

প্রথম ইনিংসে ফভারত ৩৫৮ রানে অলআউট হওয়ার পর জবাবে ব্যাট করতে নেমে ৬৬৯ রা‌নের ইনিংস খেলে ইংল্যান্ড। ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। আর সেখানেই শুরু হয় আসল লড়াই। ভারতীয় দল যখন ০ রানে ২ উইকেটে দাঁড়িয়ে তখন ওপেনার কেএল রাহুলের সঙ্গে ব্যাট করতে নামেন শুভমান। চতুর্থ দিন ভারত থেমেছিল ১৭৪-২-এ। ৮৭ রানে কেএল রাহুল ও ৭৮ রানে শুভমান গিল ক্রিজে টিকে ছিলেন। চতুর্থদিনের পুরো সময়টা যে বুদ্ধি আর দাপটের সঙ্গে ব্যাট করে গিয়েছেন ভারতের দুই ব্যাটার তাতে তো এটা নিশ্চিত হয়ে গিয়েছিল শেষদিন এই লড়াইয়ের শেষটুকুও দেখা যাবে ম্যানচেস্টারের মাঠে।

শেষদিনের সকাল ছিল কেএল রাহুল ও শুভমান গিলের। তবে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন রাহুল। ৯০ রান করে প্যাভেলিয়নে ফিরতে হল তাঁকে। তবে তিনি না পারলেও সেঞ্চুরি করে আবার রানে ফিরলেন ভারত অধিনায়ক। প্রথম দুই টেস্টের পর তিন ইনিংসে রান আসেনি তাঁর ব্যাটে। তবে ফিরলেন মোক্ষম সময়ে,
ঠিক যখন দেশের দরকার নিজের সেরাটা দিয়ে হারতে থাকা দলটাকে লড়াইয়ে ফিরিয়ে আনলেন। হারা ম্যাচকে ড্রয়ে নিয়ে গেলেন। যখন ফিরলেন তখন তাঁর নামের পাশে ১০৩ রান লেখা হয়ে গিয়েছে। বাকি কাজ করে দিল ভারতের মিডল অর্ডার। ইংল্যান্ডের হয়ে দুই উইকেট নে ক্রিস ওকস ও একটি করে উইকেট নেন জোফরা আর্চার ও বেন স্টোকস।

ঠিক যেখানে ব্যাটিং শেষ করেছিলেন শুভমান ও রাহুল সেখান থেকেই ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরলেন রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। দু’জনের ব্যাট থেকেই এল হাফ সেঞ্চুরি। যখন জাডেজা ৮৯ ও সুন্দর ৮০ রানে ব্যাট করছেন, ভারত ৩৮৬-৪-এ দাঁড়িয়ে তখন খেলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ততক্ষণে কেন তার অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছে এই ম্যাচ ড্র হতে চলেছে আর শেষ পর্যন্ত ব্যাট করে যাবে ভারত যা ইংল্যান্ড দলের জন্য ক্রমশ হতাশার হয়ে উঠছিল। তবে ইংল্যান্ড অধিনায়কের আবদার মেনে নেয়নি ভারত। জাডেজা, সুন্দর জানিয়ে দেন তাঁরা খেলা ছাড়বেন না, তাতে আরও বিরক্তি বাড়ে ইংল্যান্ডের। শেষ পর্যন্ত অনেক আলোচনার পর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ফিল্ড আম্পায়ার।

আর ইংল্যান্ডের খেলা মাঝ পথে ছেড়ে দেওয়ার আবদারের মধ্যেই ছক্কা হাঁকিয়ে নিজের নামে সিরিজের প্রথম সেঞ্চুরিটি লিখে নিলেন রবীন্দ্র জাডেজা। এর সঙ্গে পেড়িয়ে গেলেন ৪০০ রানের গণ্ডি ও ১০০ রানের ব্যবধান। আর তার কিছুক্ষণের মধ্যেই নিজের নামের পাশে সেঞ্চুরি লিখে নিলেন ওয়াশিংটন সুন্দর। আর তাঁর সেঞ্চুরি হতেই ইংল্যান্ডের আবদার মেটালেও ভারতের দুই ব্যাটার। হাত মিলিয়ে হাঁটা দিলেন প্যাভেলিয়নের দিকে। ১০৭ রানে জাডেজা ও ১০১ রানে সুন্দর অপরাজিত থাকলেন। ৪২৫-৪-এ থামল ভারতের দ্বিতীয় ইনিংস। প্রত্যাশামতোই ম্যাচ শেষ হল সমানে সমানে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments