অলস্পোর্ট ডেস্ক: আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ (যেটা বর্ডার-গাভাস্কার ট্রফি) খেলবে ভারত। জুন থেকে অগস্ট পর্যন্ত চলবে এই সিরিজ। ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে। প্রথম ম্যাচের ভেন্যু বেছে নেওয়া হয়েছে লিডসের হেডিংলেতে। দ্বিতীয় টেস্ট বার্মিংহ্যামের এজবাস্টনে ২ জুলাই থেকে। তৃতীয় টেস্ট লন্ডনের লর্ডসে ১০ জুলাই থেকে। চতুর্থ টেস্ট ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। শেষ টেস্ট লন্ডনেরই ওভালে ৩১ জুলাই থেকে। সিরিজ শেষ হচ্ছে ৪ অগস্ট।
এই টেস্ট সিরিজ অবশ্যই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যার ফলে খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজ হতে চলেছে ভারতের জন্য, সঙ্গে কঠিনও। শেষ ২০২১-২২-এ ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত, বিরাট কোহলির অধিনায়কত্বে। সেবার সিরিজ ২-২ ড্র রেখে ফিরেছিলের বিরাটরা। তার পর থেকে অনেক কিছু বদলেছে ভারতীয় দলে। অধিনায়কত্ব বিরাটের হাত থেকে এখন রয়েছে রোহিত শর্মার হাতে। বদলেছে কোচও। এখন দলের দায়িত্বে গৌতম গম্ভীর। সব মিলে নতুন চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে।
চলতি বছরের শুরুতে ভারত সফরে আসা ইংল্যান্ড দলকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১-এ হারিয়ে দিয়েছিলেন রোহিতরা। এবার ইংল্যান্ডের মাটিতে বড় পরীক্ষার সামনে ভারতীয় ক্রিকেট দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার