Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটপ্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানির হাত ধরে মোহনবাগানে শুরু হয়ে গেল ক্রিকেট দিবস...

প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানির হাত ধরে মোহনবাগানে শুরু হয়ে গেল ক্রিকেট দিবস পালন

অলস্পোর্ট ডেস্ক: একদিকে যখন মোহনবাগান সুপার জায়ান্টের সামনে আইএসএল শিল্ড জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি তখন ক্লাব তাঁবু মেতে উঠল ক্রিকেট উৎসবে। এর পর থেকে চুনী গোস্বামীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১৫ জানুয়ারি ক্রিকেট দিবস পালন হবে। বুধবারের ময়দানের দুপুর থেকে বিকেল পেরিয়ে রাত শুধুই মোহনবাগানময়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সৈয়দ কিরমানি। আর তিনি যখন মঞ্চে তখন ভারতীয় ক্রিকেটের অতীত থেকে বর্তমান সব উঠে এল প্রশ্নোত্তর পর্বে। জমিয়ে তা উপভোগ করলেন তিনিও।

তার আগে এদিন মোহনবাগান মাঠে লাগানো অনুশীলনের জন্য নতুন নেটের উদ্বোধন করলেন কিরমানি। তাঁর হাতে ক্লাবের তরফে তুলে দেওয়া হল সাম্মানিক সদস্যপদ। মঞ্চের ব্যাকড্রপে তখন জ্বল জ্বল করছে দুটো মুখ। একদিকে যখন জীবন্ত কিংবদন্তি কিরমানি অন্যদিকে তখন মোহনবাগানের গর্ব চুনী গোস্বামী। এক সঙ্গে যিনি ক্রিকেট ও ফুটবলে প্লেয়ার হিসেবে লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন।

সেই মঞ্চ থেকেই কিরমানি জানিয়ে গেলেন, চুনি গোস্বামী তাঁর আইডল ছিলেন। এদিন সেই মঞ্চেই সংবর্ধিত করা হল মোহনবাগান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কদের। সেই তালিকাও যে কোনও দলের জন্য ঈর্ষণীয়। সেখানে যেমন ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, প্রণব রায়, পলাশ নন্দী, প্রনব নন্দী তেমনই ছিলেন দেব মুখোপাধ্যায়, জলি সরকার, সৌরভ বসুর মতো নাম।

এদিন মোহনবাগানের মঞ্চ থেকেই কিরমানি পাশে দাঁড়ালেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ভারতীয় দলের বর্তমান সিনিয়র তথা তারকা প্লেয়ারদের। বলেন, “ওরা যথেষ্ট অভিজ্ঞ, ওরাই জানে কখন থামতে হবে।” এর পাশাপাশি তিনি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের এক নম্বর উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের ভুয়সী প্রশংসা করেছেন।

তিনি বলেন, “যে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে পন্থ তার সেরাটা দিচ্ছে সেটা একটা দৈবিক ক্ষমতা। যেটা ওর খেলায় রয়েছে। ওর উইকেট কিপিংয়েও একটা আলাদা ব্যাপার রয়েছে।” এরকম অসংখ্য বিষয় এদিন উঠে আসে তাঁর কথায়।

এদিন এই অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছিল মোহনবাগান তাঁবু। হাজির ছিলেন সব কর্তাব্যক্তিরা। সেই মঞ্চ থেকেই দেবাশিস দত্ত জানিয়ে দিলেন, “এখন থেকে প্রত্যেক ১৫ জানুয়ারি চুনী গোস্বামীর জন্মদিনে মোহনবাগানে ক্রিকেট দিবস পালন করা হবে। যা এ বার কিংবদন্তি সৈয়দ কিরমানির ধরে উদ্বোধন হয়ে গেল।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments