অলস্পোর্ট ডেস্ক: কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার বিনোদ কাম্বলিকে। যাঁকে সেই সময় ভিডিওতে দেখে বোঝা যাচ্ছিল তিনি হাঁটতে পারছেন না। কোনও রকমে দু’জনের কাঁধে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাঁর পর কেটে গিয়েছে বেশ কিছুদিন পর নিজের স্বাস্থ্যের আপডেট দিলেন স্বয়ং ক্রিকেটার। ৫২ বছর বয়সী কাম্বলি ভারতীয় ক্রিকেটে পা রেখেছিলেন দাপটের সঙ্গে, অনেক আশা জাগিয়ে। একটা বড় সময় নিজের সেরাটাও দিয়েছেন কিন্তু ক্রমশ হারিয়ে যান তিনি। ভুল জীবনযাত্রায় বয়ে গিয়ে স্বাভাবিক জীবনে আর ফেরা হয়নি তাঁর।
কাম্বলি, যিনি ১১৭ আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। সচিন তেন্ডুলকরের সঙ্গেই ভারতীয় ক্রিকেটে সমানে সমানে শুরু করছিলেন। এবার একটি ভিডিও পোস্টে নিজের স্বাস্থ্যের আপডেট দিয়েছেন তিনি। এক্সে (আগের টুইটারে) পোস্ট করা একটি ভিডিওতে, কাম্বলি একটি “থাম্বস আপ” দিয়ে বলেছেন যে তিনি একদম ঠিক আছেন।
তিনি বলেন, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি এবং বেঁচে আছি। তিনি আরও জানিয়েছেন যে তিনি এখনও মাঠে গিয়ে ব্যাট করার জন্য যথেষ্ট ফিট।
ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকারের শৈশবের বন্ধু, কাম্বলি ভারতের হয়ে ১০০টিরও বেশি ওডিআই এবং ১৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। প্রতিভাবান এই বাঁ-হাতি প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬২-এর সেরা ব্যক্তিগত স্কোর-সহ প্রায় ১০ হাজার রান করেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার