অলস্পোর্ট ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিকভাবে বিদেশে চিকিৎসা চললেও সেই খরচ সামলাতে সমস্যায় পড়তে হয়। শেষ পর্যন্ত মুম্বইয়ের চলছিল চিকিৎসা। কিন্তু সব প্রচেষ্টাকে ব্যর্থ করে বিদায় নিলেন কপিল দেব, সুনীল গাভাস্কারদের সতীর্থ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।
মাস খানেক আগে অংশুমান গায়কোয়াড়ের শারীরিক ও ফিনান্সিয়াল অবস্থার কথা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সাহায্য করার অনুরোধ জানিয়েছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিসিসিআই।
গায়কোয়াড় ভারতের হয়ে ৪০টি টেস্ট এবং ১৫টি ওয়ানডে খেলেছেন। তিনি ভারতীয় দলের কোচও ছিলেন যারা ২০০০ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স আপ হয়েছিল। গত মাসে দেশে ফেরার আগে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ব্লাড ক্যান্সারের চিকিৎসা চলছিল তাঁর। বিসিসিআই গায়কোয়াড়ের চিকিৎসার জন্য এক কোটি টাকা দেওয়ার পাশাপাশি ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরাও এই ক্রিকেটারকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন।
২২ বছরের কেরিয়ারে গায়কোয়াড় ২০৫টি প্রথম-শ্রেণীর ম্যাচও খেলেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার