অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার দুবাইতে প্রথম সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার উইকেটে জিতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালে জায়গা করে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৬৪ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক স্টিভ স্মিথ ৭৩ রান করেন। পরে ভারত শুরুতেই দু’টি উইকেট হারায়, কিন্তু বিরাট কোহলির ৮৪ রানের দুর্দান্ত ইনিংস এবং কেএল রাহুল এবং হার্দিক পাণ্ড্যের শক্তিশালী জুটিতে ১১ বল বাকি থাকতেই ভারত জয় নিশ্চিত করে। ৩৪ বলে ৪২* রান করা রাহুল গ্লেন ম্যাক্সওয়েলের বলে বিশাল ছক্কা মেরে ম্যাচ শেষ করেন।
জয়সূচক ছক্কা মারার পরের মুহূর্তে রাহুল এবং রবীন্দ্র জাদেজা ভারতের জয় উদযাপন করতে একে অপরকে জড়িয়ে ধরেন। খেলোয়াড়রা যখন প্রতিপক্ষ দলের সঙ্গে করমর্দন করতে যাচ্ছিলেন, তখন একজন ভক্ত মাঠের নিরাপত্তা ভেঙে দৌঁড়ে মাঠে ঢুকে পড়েন।
তাঁকে আটকানোর আগেই তিনি কেএল রাহুলের কাছে পৌঁছে যান এবং তাঁকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। রাহুলও তাঁর উচ্ছ্বাসে সাড়া দেন। সকলকে অবাক করে দিয়ে, রাহুলও তাঁর আলিঙ্গনে ধরা দেন। কিছুক্ষণের মধ্যেই অবশ্য নিরাপত্তারক্ষীরা তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যান।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কারণ ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারের ব্যবহারে রীতিমতো মুগ্ধ হয়ে যান ফ্যানরা। আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা। ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০৫ জয় বিশ্বকাপ হারের যন্ত্রণাকে কিছুটা হলেও কমাতে সাহায্য করবে সমর্থকদের জন্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার