অলস্পোর্ট ডেস্ক: বেশ কয়েকদিন আগেই আমেরিকায় পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সবার শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাাট কোহলি। তিনি বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচও খেলেননি। তিনি সরাসরি যে বিশ্বকাপ খেলতে নামবেন তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। শনিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচ সহজেই জিতে নেয় ভারত। তার মধ্যেই এক ভক্ত নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়লেন মাঠের মধ্যে। যার পর টি২০ বিশ্বকাপ ২০২৪-এর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তিনি রোহিত শর্মার ভক্ত। সোজা ঢুকে পড়েন মাঠে। তাঁকে মাঠে ঢুকতে দেখে নিউইয়র্ক পুলিশও তাঁর পিছু নেয় কিন্তু ততক্ষণে তিনি তাঁর প্রিয় ক্রিকেটার কাছে পৌঁছে গিয়েছে। তিনি সোজা চলে যান রোহিতের কাছে এবং তাঁকে জরিয়ে ধরেন। ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে পুলিশও। পুলিশ তাঁকে রীতিমতো মাটিতে ফেলে জাপটে ধরে হাত বাধে প্রথমে তার পর আরও পুলিশ চলে আসে তাঁকে নিয়ে যাওয়ার জন্য। ততক্ষণ সেখানেই দাঁড়িয়ে ছিলেন রোহিত শর্মা। তাঁকে পুলিশকে বলতে শোনা যায়, ‘ইজি ইজি’।
টি২০ বিশ্বকাপ ২০২৪ শুরুর অনেক আগে থেকেই নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বার বারই উড়ো খবর আসছে ভারত-পাকিস্তান ম্যাচের উপর হতে পারে আতঙ্কবাদী হামলা। যদিও ইউএস প্রশাসন এই তথ্যকে উড়িয়ে দিয়েছে। তবে শনিবার ভারত বনাম বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে মাঠে ফ্যানের ঢুকে পড়া এই সংশয়কে নতুন করে উসকে দিয়েছে।
ভারত বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে ৫ জুন আয়রল্যান্ডের বিরুদ্ধে। আর ৯ জুন সেই মাহেন্দ্রক্ষণ যখন মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের সব থেকে আকর্ষণীয় লড়াই। যার টিকিট খোলার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গিয়েছে অনেকদি আগেই। টিকিটের বিপুল দামের মধ্যেও এই ম্যাচ ঘিরে উত্তেজনার কোনও অভাব নেই।
তার আগে শনিবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারিয়ে একটা বার্তা দিয়ে রেখেছেন রোহিত শর্মারা। ব্যাট হাতে ভরসা দিয়েছেন ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যে, সূর্যকুমার যাদবরা। বল হাতেও প্রায় সককলেই উইকেট পেয়েছেন। এবার আসল লড়াইয়ের প্রস্তুতি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার