Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটজাস্টিস ফর রিংকু সিং ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

জাস্টিস ফর রিংকু সিং ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

অলস্পোর্ট ডেস্ক: হ্যাশট্যাগ জাস্টিস ফর রিংকু সিং ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ মরসুমের অন্যতম সেরা ব্যাটারদের মধ্যে একজন অবশ্যই রিংকু সিং। তবে সদ্য প্রকাশিত ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি। বিশেষ করে যখন নির্বাচকরা সিনিয়রদের বিশ্রাম দিয়ে নতুন মুখ তুলে আনতে চাইছেন এবং একঝাঁক নতুন মুখকে নিয়েই দল গড়েছেন তখন রিংকু সিংয়ের সুযোগ না পাওয়াটা মেনে নিতে পারছেন না অনেকেই। বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করার সঙ্গে এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছন রিংকুর ফ্যানরা।।

রিংকু সদ্য শেষ হওয়া আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে দুরন্ত পারফর্ম করে নজর কেড়ে নিয়েছিলেন। ধরেই নেওয়া হয়েছিল জাতীয় দলের জার্সি পাওয়া তাঁর জন্য এখন সময়ের অপেক্ষা। আইপিএল-এ ৫৯.২৫ গড়, ১৪৯.৫২ স্ট্রাইক-রেটে ৪৭৪ রান করেছিলেন তিনি। তাঁর ফিনিশিং নিয়ে সেই সময় থেকেই চর্চা হতে শুরু করে। কিন্তু ভারতীয় দলে জায়গা না পাওয়া অনেকেই ভাল চোখে দেখছেন না।

বিসিসিআই মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা-সহ কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়েই দল গড়েছে। আর এটাই নিতে পারছেন না রিংকুর ভক্তরা। তাঁদের প্রশ্ন তিলক সুযোগ পেলে কেন রিংকু নন। টুইটারে অনেকেই লিখেছেন লিখেছেন ‘জাস্টিস ফর রিংকু সিং’। প্রতিভাবাণ এই ফিনিশারকে দলে না নেওয়ায় বিসিসিআই-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা।

রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিদের মতো সিনিয়র সদস্যদের বাদ দিয়েই টি-টোয়েন্টির জন্য দল তৈরি করা হয়েছে। এই দলের নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্যে। সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে যিনি এই দলের একমাত্র তিরিষোর্ধ প্লেয়ার। তাতেই বোঝা যাচ্ছে যুব দল তৈরি করতে চেয়েছে বোর্ড।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments