অলস্পোর্ট ডেস্ক: শ্যামাপোকার (ডানাওয়ালা পিঁপড়ে) দাপট দেখা গেল সেঞ্চুরিয়নের মাঠে। যার ফলে বন্ধ করে দেওয়া হল খেলা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল সূর্যকুমারের ভারত। দিনের আলোয় ভারতের ব্যাটিং হওয়ায় প্রথম ইনিংসে এর প্রভাব দেখা যায়নি। কিন্তু দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শুরু হতেই দেখা গেল তাদের দাপট। পুরো মাঠের দখল নিল তারাই। কখনও ব্যাটারের চোখে ঢুকে পড়ল তো কখনো বোলারের জামায়। শেষ পর্যন্চ দুই অধিনায়কের সঙ্গে কথা বলে খেলা বন্ধ করার সিদ্ধান্ত নিলেন আম্পায়ার।
এদিন প্রথমে ব্যাট করে তিলক ভর্মার সেঞ্চুরি ও অভিষেক শর্মার হাফসেঞ্চুরির সুবাদে ৬ উইকেটে ২১৯ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে এক ওভারই খেলতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারে বল করতে এসেছিলেন অর্শদীপ সিং। ৭ রান দেন তিনি। দ্বিতীয় ওভারেই হার্দিক পাণ্ড্যেকে এনে চমকে দেন ভারত অধিনায়ক কিন্তু তিনি বল শুরু করার আগেই আম্পায়ার ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।
অতীতে বিভিন্ন কারণে ম্যাচ সাময়িক স্থগিত হয়েছে। কখনও কুকুর ঢুকে পড়েছে মাঠে তো কখনও সাপ। কখনও আবার কোনও ভক্ত। এবার মাঠের দখল নিল ঝাঁকে ঝাঁকে পোকা। ম্যাচ বন্ধ হওয়ার পর ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়, “পুরো স্টেডিয়ামে উড়ে বেড়াচ্ছে ‘ফ্লাইং অ্যান্ট’ আমরা অপেক্ষা করছি কখন তারা স্টেডিয়াম ছেড়ে যাবে,তার পর খেলা শুরু করা সম্বব হবে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার