Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটহরভজন, রায়না, যুবরাজদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ, কী অপরাধ করলেন তাঁরা

হরভজন, রায়না, যুবরাজদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ, কী অপরাধ করলেন তাঁরা

অলস্পোর্ট ডেস্ক: একটু মজা করতে চেয়েছিলেন। বানিয়ে ফেলেছিলেন রিল। বর্তমানে রিলসের দুনিয়ায় হিট গান ’তবা তবা’। ভিকি কৌশলের এই গানের সঙ্গে নাচ রীতিমতো ভাইরাল। সকলেই চেষ্টা করলেন সেই গানের সঙ্গে নেচে রিলস বানাতে। কিন্তু ভারতীয় দলের প্রাক্তন কয়েকজন ক্রিকেটার সেটাকেই আর একটু মজার ছলে করতে চেয়েছিলেন। আর তাতেই তৈরি হয়েছে সমস্যা। তাঁরা যেভাবে হেঁটেছে তাতে শারীরিক প্রতিবন্ধীদের নকল করা হয়েছে ও আঘাত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যে কারণে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা একটি সংস্থা এই ক্রিকেটারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া পথে হেঁটেছে।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়না ও গুরকীরত মান। এই চার ক্রিকেটারের পাশাপাশি মামলা দায়ের করা হয়েছে মেটা ইন্ডিয়ার সহসভাপতি সন্ধ্যা দেবনাথের বিরুদ্ধেও। অভিযোগকারীর দাবি এমন একটা ভিডিও কেন সোশ্যাল মিডিয়ায় তাঁরা রাখতে দিলেন।

লেজেন্ড টি২০ চ্যাম্পিয়নশিপে খেলছিলেন এই ক্রিকেটাররা। তবে এই ভিডিও নিয়ে আলোচনার হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছিলেন হরভজন। তবে মামলার হাত থেকে বাদ পড়েননি তিনিও।

তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘‘আমরা খেলার পর কয়েজজন ‘তবা তবা’ গানের সঙ্গে একটি রিল তৈরি করেছিলাম। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ দেখা গিয়েছে। কিন্তু আমরা কাউকে আঘাত দিতে চাইনি। সবারহ প্রতিই আমাদের শ্রদ্ধা রয়েছে। আমরা টানা ১৫ দিন ক্রিকেট খেলার পর কতটা ক্লান্ত ছিলাম সেটা বোঝাতেই ওভাবে রিলস বানিয়েছিলাম। তাতে মানুষের মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments