Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলওপেন করার আত্মবিশ্বাস দিয়েছেন গৌতম গম্ভীর, সেঞ্চুরি হাঁকিয়ে বললেন সুনীল নারিন

ওপেন করার আত্মবিশ্বাস দিয়েছেন গৌতম গম্ভীর, সেঞ্চুরি হাঁকিয়ে বললেন সুনীল নারিন

অলস্পোর্ট ডেস্ক: যদি কেউ তাঁকে আইপিএলের শুরুতে বলত যে সে কমলা টুপির দৌঁড়ে রয়েছেন তাহলে তিনি বিশ্বাসই করতেন না। সেঞ্চুরি হাঁকিয়ে কলকাতার ব্যাটিং শেষে এমনটাই বললেন সুনীল নারিন । ‘‘আমি এটিকে একটি রসিকতা হিসাবে নিতাম কারণ আমি অনেক দিন ওপেন করিনি।’’  এই মরসুমে তাঁর আগে যে দুটো সেঞ্চুরি হয়েছে সেই দল হেরেছে। রোহিত শর্মা যেদিন সেঞ্চুরি করেছিলেন সেদিন মুম্বইকে হারতে হয়। আর বিরাট কোহলি যেদিন সেঞ্চুরি করলেন সেদিন হারের মুখ দেখে বেঙ্গালুরু। কিন্তু কলকাতার ক্ষেত্রে তেমনটা হবে নাই ধরে নেওয়া হচ্ছে।

লিগ টেবলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে এক নম্বর জায়গাটা দখল করে নেবে কলকাতা। তার তেমনটা হলে এদিনের জয়ের কারিগর হিসেবে অবশ্যই নাম থাকবে সুনীল নারিনের। যে ভাবে তাঁর সেঞ্চুরি হতেই আবেগে ভাসলেন উল্টোদিকে দাঁড়িয়ে থাকা আন্দ্রে রাসেল–সহ পুরো দল তাতে আবেগের বাঁধ ভাঙল শাহরুখ খানেরও।  

 এদিন কলকাতার রানকে ২২৩-এ নিয়ে গেলেন তিনিই। দলের ২২৩ রানের মধ্যে তাঁর ব্যাট থেকেই এল ১০৯ রান।বাকি ১১৪ রান এল বাকি সাত জনের ব্যাট ও এক্সট্রা থেকে। এদিন দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়ে নারিন বলেন, ‘‘জিজি (গৌতম গম্ভীর) ফিরে আসার সঙ্গে সঙ্গে, তিনি আমাকে আত্মবিশ্বাস এবং আশ্বাস দিয়েছেন যে আমি ওপেন করতে পারি। ১৪ ইনিংসে মধ্যে আমি দলকে ভাল শুরু দিতে চাই। আমার কাজ হল দলকে একটা ভাল শুরু দেওয়া এবং তারপর এগিয়ে নিয়ে যাওয়া।’’

এদিনের পিচ নিয়েও তিনি বলেছেন। তিনি ব্যাট করার পর বুঝতে পেরেছেন এই পিচে বল করাটা সম্ভব হবে না। তিনি বলেন, ‘‘আমরা বুঝতে পেরেছি যে এই পিচে বোলিং করা সহজ হবে না, আমরা পাওয়ারপ্লে-তে প্রথম দিকে উইকেট পাওয়ার চেষ্টা করব এবং তাদের সীমাবদ্ধ কম রানে আটকানোর চেষ্টা করব।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments