অলস্পোর্ট ডেস্ক: পেসার মহম্মদ সিরাজ রয়েছেন বেশ খোশ মেজাজে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি তাঁর। ভারতের ১৫ সদস্যের দল নির্বাচনের সময় নির্বাচকরা তাঁকে বাদ দিয়েই দল গড়েছিলেন। সিরাজ, যাকে এখন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মরসুমেই খেলতে দেখা যাবে, সম্প্রতি কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের নাতনী জানাইয়ের সঙ্গে রীতিমতো গানে মাততে দেখা গেল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দু’জনে জানাইয়ের নতুন মিউজিক অ্যালবামের ‘কেহন্দি হ্যায়’ গানটির কয়েকটি লাইন গাইছেন। একটি যৌথ পোস্টে, সিরাজ এবং জানাই ইনস্টাগ্রামে লিখেছেন: “সেই ব্যক্তির কাছে যিনি আমাদের অনেকের জন্য আমাদের স্বপ্ন অনুসরণ করার কারণ। তুমি শুধুই সর্বকালের সেরা!”
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর প্রাক্কালে সিরাজ ওমরাহ পালনের জন্য পবিত্র মক্কা নগরীতে গিয়েছিলেন। সিরাজের তীর্থযাত্রা পবিত্র রমজান মাস শুরু হওয়ার কয়েক দিন আগেই হয়েছিল। সিরাজ তাঁর মক্কা সফরের একটি ছবি শেয়ার করেছেন।
জানাইও তিনটি হার্ট ইমোজি-সহ পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন।
জানাই ও সিরাজের সম্পর্ক সম্প্রতি আলোচনার তুঙ্গে ছিল। কিন্তু সেটি বড় আকাড় নেওয়ার আগেই তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন সিরাজ ও জানাই। এবং জানাই তাঁকে “মেরে পেয়ারে ভাই (আমার প্রিয় ভাই)” বলে অভিহিত করেছিলেন। জানাই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সিরাজের কথা উল্লেখ করে তাঁর পোস্টটি শেয়ার করেছিলেন। সিরাজ পাল্টা তাঁকে”বেহনা” (বোন) বলে জল্পনায় জল ঢেলে দিয়েছেন।
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাদা বলের সিরিজেও সিরাজকে দলে রাখা হয়নি। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নন-ট্রাভেলিং বিকল্পের অংশ মাত্র।
অনেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পেস-বোলিং ব্যাকআপের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। যশপ্রীত বুমরাহের অনিশ্চিত ফিটনেসের কারণে সিরাজকে অন্তর্ভুক্ত করার উপদেশও দিয়েছিলেন কেউ কেউ। কিন্তু বুমরাহ ছিটকে গেলেও সিরাজকে মূল দলে রাখার সিদ্ধান্ত নেয়নি নির্বাচক কমিটি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার