অলস্পোর্ট ডেস্ক: আর মাত্র একটা দিন। ২৬ মে, রবিবারই শেষ হচ্ছে এবারের আইপিএল। এদিন ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তার পরই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। ফ্র্যাঞ্চাইজির জার্সি খুলে রেখে এবার সবাই পরে নেবেন দেশের জার্সি। তার পর দীর্ঘ একমাসের লড়াই আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ইতিমধ্যেই এই দুই দল ছাড়া বাকি সব দলের আইপিএল শেষ হয়ে গিয়েছে। তাদের অনেকেই পাড়ি দিল টি২০ বিশ্বকাপ খেলার উদ্দেশে।
সেই তালিকায় যেমন রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তেমনই উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ বিরতি নিয়ে আইপিএল ২০২৪-এই মাঠে ফিরেছেন তিনি। এবার দেশের জার্সিতে ফেরার পালা। আইপিএলে নিজেকে প্রমান করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। এদিন রোহিত, পন্থ ছাড়াও দলের সঙ্গে উড়ে গেলেন সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, আকাশদীপ সিং, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব।
তবে মুম্বই অনেক আগে আইপিএল থেকে ছিটকে গেলেও এদিন দলের সঙ্গে যেতে দেখা গেল না সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যেকে। ছিলেন না বিরাট কোহলিও। রাজস্থান রয়্যালসের প্লেয়ার সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহালকেও দেখা গেল না এই দলের সঙ্গে। যদিও সবে আইপিএল শেষ হয়েছে তাঁদের। বিশ্রাম নিয়েই বাকিদের সঙ্গে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। তবে হার্দিক , বিরাট কেন এই দলের সঙ্গে গেলেন না সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি তাঁরা প্রস্তুতি ম্যাচ খেলবেন না?
আইসিসির প্রস্তুতি ম্যাচের প্রকাশিত সূচি অনুযায়ী ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে খেলার কথা ভারতের। তাহলে হয়তো সেই ম্যাচে যোগ নাও দিতে পারেন তাঁরা। সরাসরি প্রতিযোগিতায় অংশ নেবেন। এদিকে হার্দিক পাণ্ড্যের পেশাদার জীবনের পর এখন ব্যক্তিগত জীবনও চর্চার তুঙ্গে রয়েছে। শোনা যাচ্ছে স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হতে চলেছে তাঁর। যদিও এই বিষেয়ে তাঁদের দু’জনের কেউই মুখ খোলেননি।
অন্যদিকে এই টুর্নামেন্টই কোচ রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলের সঙ্গে শেষ অ্যাসাইনমেন্ট হতে চলেছে। তিনি জানিয়ে দিয়েছেন আর চুক্তি নবিকরণ করতে আগ্রহী নন তিনি। ওডিআই বিশ্বকাপের পরও তিনি সরে যেতে চেয়েছিলেন। সেই সময় টি২০ বিশ্বকাপ পর্যন্ত তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। তবে এবার ইতিমধ্যেই কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। সেখানে ভীষনভাবে নাম উঠে আসছে কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের। তবে মনে করা হচ্ছে টি২০ বিশ্বকাপের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের হেড কোচের নাম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার