অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য়ের চোট ভারতীয় শিবিরের জন্য় বড় ধাক্কা হয়ে দেখা দেবে কিনা তা সময়ই বলবে। তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে দেখা গেল হার্দিককে। পায়ে চোট পেয়েছেন তিনি। দলের ফিজিও তাঁকে মাঠের বাইরে নিয়ে গেছেন। বৃহস্পতিবার ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ম্যাচে বাংলাদেশের স্ট্যান্ড-ইন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে ভারতের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমেছেন তানজিদ হাসান ও লিটন দাস। এদিন পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশেনের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, “এই মুহূর্তে হার্দিক পাণ্ড্য়ের চোটের মূল্যায়ন করা হচ্ছে এবং তাকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।”
এদিন ভারতের হয়ে বোলিং শুরু করেন যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। তিন নম্বরে বল করতে এসেছিলেন হার্দিক পাণ্ড্য়ে। তিন বল করার পরই পায়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য় হন তিনি। তাঁর ওভারের বাকি তিন বল করেন বিরাট কোহলি। বড় আসরে সে ভাবে বিরাট কোহলিকে নিয়মিত বল করতে দেখা যায় না। তবে দলের কঠিন সময়ে বল হাতে নেমে পড়তে দ্বিতীয়বার ভাবেননি তিনি। এক ওভারে তিন বল করে আট রান দেন হার্দিক ও দুই রান দেন বিরাট। হার্দিকের বলে পর পর দুটো বাউন্ডারি হাঁকান লিটন।
বাংলাদেশ ইনিংসের নবম ওভারের সময়, পাণ্ড্য়ে তাঁর ডান পা দিয়ে লিটন দাসের একটি শট থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তা করতে গিয়ে পিছলে পড়েন। তিনি তাঁর বাঁ পায়ে বিশ্রীভাবে পড়ে যান এবং সঙ্গে সঙ্গেই ফিজিও মাঠে ছুটে যান। পাণ্ড্য়েকে দেখা যায় ব্যথায় কুঁকুড়ে যেতে। যদিও মনে হচ্ছিল পাণ্ড্য়ে চালিয়ে যেতে পারবেন। কিন্তু তিনি সঠিকভাবে দৌঁড়তে পারছিলেন না দেখে টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে আর ঝুঁকি নেয়নি ।
বাংলাদেশ (প্লেয়িং ইলেভেন): লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (ডাব্লু), মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
ভারত (প্লেয়িং ইলেভেন): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (ডাব্লু), হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার