অলস্পোর্ট ডেস্ক: অ্যাসেজ-২০২৩ চলাকালীন ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেললেন হ্যারি ব্রুক। হেডিংলেতে অ্যাসেজের তৃতীয় টেস্টে রেকর্ড করলেন তিনি।
হেডিংলেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক রবিবার সব থেকে কম বলে টেস্টে ১০০০ রান করে ইতিহাস তৈরি করেন । ২৪ বছরের হ্যারি মাত্র ১০৫৮টি বল খেলেছেন এই মাইলফলকটি ছুঁতে। এর আগে পর্যন্ত এই রেকর্ড ছিল নিউজিলান্ডের কোলিন ডে গ্র্যান্ডহোমের। তিনি ১১৪০ বল খেলেছিলেন এই রানে পৌঁছাতে। তাঁরই সতীর্থ টিম সাউদি ১১৬৭ বলে ১০০০ রান করেন এবং তাঁর থেকে মাত্র এক বল বেশি খেলে ১০০০ রান করেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট।
ইনিংসের হিসেবে ব্রুক, হারবার্ট সাটক্লিফ এবং ইডি উইকসের সঙ্গে যৌথভাবে পঞ্চমতম খেলোয়াড় যিনি এই রেকর্ড করেছেন।
রবিবার অ্যাসেজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন উইকেটে জেতে ইংল্যান্ড। এই ম্যাচে হ্যারি ব্রুক এবং ক্রিস ওকস ১৫৯ রানের একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ খেলেন। যা ইংল্যান্ডকে জয়ের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে যায়। ব্রুক ৭৫ রানে মিচেল স্টার্কের বলে আউট হয়ে যান। এরপর ওকস এবং মার্ক উড শেষ পর্যন্ত অপরাজিত থেকে ইংল্যান্ডকে জেতান। এই ম্যাচ ইংল্যান্ড জিতলেও অস্ট্রেলিয়া এই সিরিজে এগিয়ে ২-১ এ।
পাঁচ টেস্টের এই সিরিজ শুরু হয়েছিল ১৯জুলাই ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত দুটো টেস্ট জিতে এগিয়ে আছে ইংল্যান্ডের থেকে। এই সিরিজ অস্ট্রেলিয়া জিতলে ২২বছরে এই প্রথম ইংল্যান্ডের মাটিতে হওয়া জিতবে তাঁরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার