অলস্পোর্ট ডেস্ক: গত সপ্তাহে দুবাইতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর, মঙ্গলবার ভোরবেলায় তাঁর নিজের শহর দিল্লিতে পৌঁছেছেন পেসার হর্ষিত রানা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর, সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন হর্ষিত। হর্ষিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে, একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে হর্ষিতকে স্পষ্টতই বিরক্ত দেখাচ্ছিল। সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে অবশেষে তিনি তাঁর গাড়ির দরজা বন্ধ করে দেন।
“স্যার, মাত লো না (দয়া করে, রেকর্ড করবেন না)। অনেক ভাল লাগা, বাতা তো দিয়া আপকো (আমি সত্যিই খুশি হয়েছিলাম। ধন্যবাদ!)” ভিডিওতে হর্ষিতকে বলতে শোনা গিয়েছে।
জিনিস গাড়িতে তোলার সময় হর্ষিতকে গাড়িতে একাই বসে থাকতে দেখা যায়।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ খেলার পর তাঁকে বাকি সময়টা বেঞ্চেই বসতে হয়। সৌজন্যে তাঁর আইপিএল সতীর্থ বরুণ চক্রবর্থী। হর্ষিত বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম দু’টি গ্রুপ ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে তিনি মোট চারটি উইকেট নিয়েছিলেন।
মঙ্গলবার হর্ষিত ছাড়াও ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও দিল্লিতে পৌঁছেছেন। এরই মধ্যে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা তাঁর স্ত্রী এবং সন্তানদের নিয়ে মুম্বই পৌঁছেছেন।
তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা ফাইনালের দিন স্টেডিয়াম থেকে ফিরে টিম হোটেল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তবে, এই দম্পতি ভারতে ফিরে এসেছেন কিনা তা স্পষ্ট নয়।
রোহিতের দল ২০২৪-এ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত ছিল এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের জয়ের ধারা ধরে রেখেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার