অলস্পোর্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো কঠিন হয়ে গেল ভারতের জন্য। এক কথায় ভারতের হাতের বাইরে বেরিয়ে গেল এই লড়াই। এই সিরিজের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। সিডনিতে শেষ টেস্ট জিততে তো হবেই ভারতকে তার পর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকেও। যেটা কঠিন শুধু নয়, অসম্ভবও মনে করছেন অনেকেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবলে এই মুহূর্তে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারত। এখান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা কঠিন স্বপ্ন ছাড়া আর কিছু নয়।
সোমবার অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে হেরে সিরিজে ১-২-এ পিছিয়ে পড়েছে ভারত। সিরিজ সমতায় থেকে শেষ করতে ভারতকে সিডনি টেস্ট জিততেই হবে। সেই টেস্ট জিততে পারলে ভারতের জয়ের শতাংশ ৫৫.২৬-এ পৌঁছবে আর অস্ট্রেলিয়ার হবে ৫৩.৫০-এ। এই মুহূর্তে দুই দলের মধ্য ভারতের হাতে রয়েছে ৫২.৭৮ এবং পয়েন্ট ১১৪। অস্ট্রেলিয়ার ১১৮ পয়েন্টে ৬১.৪৬ শতাংশ। দক্ষিণ আফ্রিকা ৬৬.৬৭ শতাংশ জয়ের হার নিয়ে ইতিমধ্যেই ফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছে।
এবার কী ভাবে ভারত দ্বিতীয় স্থানে উঠে এসে ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে?
সেটা একমাত্র রয়েছে শ্রীলঙ্কার হাতেই। তার আগে অবশ্য় ভারতকে সিডনি টেস্ট জিততে হবে। এই টেস্ট হেরে গেলে ভারতের আশা ওখানেই শেষ হয়ে যাবে। যদি জিতে যায় তাহলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের দিকে। যেখানে শ্রীলঙ্কাকে ১-০-তে সিরিজ জিততে হবে। যদি অস্ট্রেলিয়া একটি ম্যাচও জিতে যায় তাহলে ৫৭.০১ শতাংশ নিয়ে ফাইনালের যোগ্যতা অর্জন করে নেবে।
হিসেব বলছে দক্ষিণ আফ্রিকা ১১টি টেস্ট খেলে সাতটি জিতেছে, তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। অস্ট্রেলিয়া ১৬টি টেস্ট খেলে ১০টি জিতেছে, চারটি হেরেছে ও দু’টি ড্র করেছে এবং ভারত ১৮টি টেস্ট খেলে ন’টি জিতেছে, সাতটি হেরেছে ও দু’টি ড্র করেছে। ভারতের সামনে সিডনি টেস্টের পর আর কোনও সুযোগ থাকছে জয়ের শতাংশ বাড়ানোর। এদিকে অস্ট্রেলিয়ার সামনে সেই সুযোগ রয়েছে, যা এক ধাক্কায় ভারতকে অনেকটাই পিছিয়ে দিচ্ছে। এই অবস্থায় মিরাক্কেলের আশা করা ছাড়া আর কিছুই করার নেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার