অলস্পোর্ট ডেস্ক: ২০২৩ আইপিএল ম্যাচে গুজরাট টাইটান্সের যশ দয়ালকে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েই রিঙ্কু সিংয়ের জীবন বদলে যায়। তাঁকে সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স ১৩ কোটি টাকাতে ধরে রেখেছে। পাওয়ার-হিটার, রিঙ্কু যশ দয়ালের বিরুদ্ধে পাঁচটি ছক্কা মেরেই আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন। আইপিএল দলে ধরে রাখার ঘোষণার পরে, বেশ কয়েকটি প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যে রিঙ্কু আলিগড়ের ওজোন সিটিতে অবস্থিত দ্য গোল্ডেন এস্টেটে বিলাসবহুল বাংলো কিনেছেন। কারও কারও মতে, এটি একটি ৫০০ বর্গ গজের বাড়ি এবং এর দাম ৩.৫ কোটি টাকা।
এখন, রিঙ্কু নিজেই বাড়ির একটি ট্যুর করিয়েছেন যেখানে ভিতর থেকে তাঁর নতুন বাড়িকে সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছেন তাঁর ভক্তরা। যেখানে একটি রুফটপ বার, ব্যক্তিগত পুল এবং লিফটের পাশাপাশি মডিউলার কিচেন, ছ’টি বেডরুমের পাশাপাশি বাড়িটি সাজানো রয়েছে তাঁর ছবি, ব্যাট দিয়ে। তাঁর পাঁচ ছক্কার ব্যাটটিও রাখা রয়েছে সেখানে।
দেখুন সেই বাড়ির ভিডিও—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার