অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪-এর শুরু থেকে পর পর তিন ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা কলকাতা নাইট রাইডার্সকে গত সপ্তাহেই হারের মুখ দেখতে হয়েছে। ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে যাত্রা শুরু করেছিলেন শ্রেয়াস আইয়াররা। তার পর বেঙ্গালুরুতে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বিশাখাপত্তনমে দিল্লিকে হারানোর পর চেন্নাইয়ের মাটিতে হারতে হয়েছে ধোনিদের কাছে। এক নম্বর থেকে নেমে যেতে হয়েছে দুই নম্বরে। কিন্তু দলের অধিনায়ক যেমন বার বার বলেছেন, ভুল থেকে শেখার কথা তেমনই ভুল শুধরে নিয়েই আবার ঘরের মাঠে নামবেন তাঁরা এটা ধরেই নেওয়া যায়।
চেন্নাই থেকে দু’দিন আগেই কলকাতায় পা রেখেছেন নাইটরা। তবে এখনও তেমনভাবে অনুশীলনে নামেনি দল। বুধ, বৃহস্পতি ছুটি কাটিয়ে শুক্রবার থেকে আবর কোমর বেঁধে নামবে কলকাতা দল। তার আগে ইদের দিন জমিয়ে সবাই যে যাঁর মতো করে দিন কাটালেন। পয়লা বৈশাখের দুপুরে ঘরের মাঠে খেলতে নামবে দল। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট। তার আগে এদিন কেউ গেলেন মন্দিরে, কেউ মানালেন ঈদ, আবার কেউ নিজের মতই সময় কাটালেন হোটেলের ঘরে।
(ছবি ও ভিডিও কেকেআর নাইট ক্লাব)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার