Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলফুরফুরে মেজাজে শহরে নাইটরা, খুশির ইদ কেমন কাটলো শ্রেয়াস, রিঙ্কুদের

ফুরফুরে মেজাজে শহরে নাইটরা, খুশির ইদ কেমন কাটলো শ্রেয়াস, রিঙ্কুদের

অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪-এর শুরু থেকে পর পর তিন ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা কলকাতা নাইট রাইডার্সকে গত সপ্তাহেই হারের মুখ দেখতে হয়েছে। ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে যাত্রা শুরু করেছিলেন শ্রেয়াস আইয়াররা। তার পর বেঙ্গালুরুতে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং বিশাখাপত্তনমে দিল্লিকে হারানোর পর চেন্নাইয়ের মাটিতে হারতে হয়েছে ধোনিদের কাছে। এক নম্বর থেকে নেমে যেতে হয়েছে দুই নম্বরে। কিন্তু দলের অধিনায়ক যেমন বার বার বলেছেন, ভুল থেকে শেখার কথা তেমনই ভুল শুধরে নিয়েই আবার ঘরের মাঠে নামবেন তাঁরা এটা ধরেই নেওয়া যায়।

চেন্নাই থেকে দু’দিন আগেই কলকাতায় পা রেখেছেন নাইটরা। তবে এখনও তেমনভাবে অনুশীলনে নামেনি দল। বুধ, বৃহস্পতি ছুটি কাটিয়ে শুক্রবার থেকে আবর কোমর বেঁধে নামবে কলকাতা দল। তার আগে ইদের দিন জমিয়ে সবাই যে যাঁর মতো করে দিন কাটালেন। পয়লা বৈশাখের দুপুরে ঘরের মাঠে খেলতে নামবে দল। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট। তার আগে এদিন কেউ গেলেন মন্দিরে, কেউ মানালেন ঈদ, আবার কেউ নিজের মতই সময় কাটালেন হোটেলের ঘরে।

এদিন কালীঘাট মন্দিরে গিয়েছিলেন চার নাইট তারকা। সেই তালিকায় ছিলেন রিঙ্কু সিং, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার ও বরুণ চক্রবর্থী। সকলেই নিষ্ঠার সঙ্গে, সব নিয়ম মেনে পুজো দেন। সেই ভিডিও সোশ্যাল ডিমিয়ায় শেয়ার করেছে কেকেআর। কলকাতায় থাকার সময় দলের কাউকে না কাউকে দেখা গিয়েছে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিতে। এছাড়া সকলেই সমর্থকদের উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ারও।

নাইটদের সামনে এখন সুবর্ণ সুযোগ সব ম্যাচ জিতে নিজেদের পয়েন্ট টেবলে তুলে আনা। কারণ ১৪ এপ্রিল থেকে টানা পাঁচটি হোম ম্যাচ খেলবে দল। চেন্নাই ম্যাচ হারের পর শ্রেয়াস বলেছিলেন, নিজেদের মাঠ একটা বড় ভূমিকা নেয়। সেদিক থেকে দেখতে গেলে রবিবার থেকে পাঁচটি ম্যাচ তাঁরা খেলবে চেনা মাঠে। রবিবারের পর কলকাতা খেবে ১৬ এপ্রিল মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে। এর পর ২১ এপ্রিল বেঙ্গালুরু, ২৬ এপ্রিল পঞ্জাব, ২৯ এপ্রিল দিল্লির বিরুদ্ধে। এর পর রয়েছে দুটো অ্যাওয়ে ম্যাচ ৩ মে মুম্বই ও ৫ মে লখনউয়ের বিরুদ্ধে। তার পর আবার ঘরের মাঠে ১১ মে কলকাতার প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। শেষ দুটো ম্যাচ খেলতে হবে বাইরের মাঠে ১৩ মে। গুজরাতের বিরুদ্ধে ও ১৯ মে গুয়াহাটিতে রাজস্থানের বিরুদ্ধে।

(ছবি ও ভিডিও কেকেআর নাইট ক্লাব)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments