অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৫-এ ধরে রাখা প্লেয়ারদের তালিকায় রয়েছে বড় বড় চমক। এর সঙ্গেই চমক রয়েছে ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকায়ও। তিন ফ্র্যাঞ্চাইজির তিন অধিনায়ক— ঋষভ পন্থ, কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার – যথাক্রমে দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দ্বারা তাঁদের ধরে না রাখার সিদ্ধান্ত তাঁদের নতুন করে নিলামের মঞ্চে পৌঁছে দিয়েছে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের চার সুপারস্টার – সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাহ, রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ড্যেকে ধরে রেখে তাদের তারকার কোটা পূর্ণ করে ফেলেছে। পঞ্জাব কিংস মাত্র দু’জন খেলোয়াড় ধরে রেখেছে আর কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদ সর্বোচ্চ ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে। দেখে নেওয়া যাক কোন দলে কাঁরা থাকলেন আর কার হাতে পড়ে রইল কত টাকা।
প্লেয়ার ধরে রাখার পর কার পার্সে কত পড়ে রইল—
মুম্বই ইন্ডিয়ান্স: যশপ্রীত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পাণ্ড্যে (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০কোটি), তিলক ভার্মা (৮ কোটি)
নিলামের জন্য অবশিষ্ট পার্স: ৫৫ কোটি (১২০ কোটির মধ্যে)
রাইট-টু-ম্যাচ (RTM): ১
সানরাইজার্স হায়দরাবাদ: হেনরিখ ক্লাসেন (২৩ কোটি), প্যাট কামিন্স (১৪ কোটি), নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি)
নিলামের জন্য অবশিষ্ট পার্স: ৪৫ কোটি (১২০ কোটির মধ্যে)
রাইট-টু-ম্যাচ (RTM): ১
লখনউ সুপার জায়ান্টস: নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)
নিলামের জন্য অবশিষ্ট পার্স: ৬৯ কোটি (১২০ কোটির মধ্যে)
রাইট-টু-ম্যাচ (RTM): ১
পঞ্জাব কিংস: শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরান সিং (৪ কোটি)
নিলামের জন্য অবশিষ্ট পার্স: ১১০.৫ কোটি (১২০ কোটির মধ্যে)
রাইট-টু-ম্যাচ (RTM): ৪
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমেয়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)
নিলামের জন্য অবশিষ্ট পার্স: ৪১ কোটি ১২০ কোটির মধ্যে)
রাইট-টু-ম্যাচ (RTM): ০
চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কওয়াদ (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), এমএস ধোনি (৪ কোটি)
নিলামের জন্য অবশিষ্ট পার্স: ৬৫ কোটি (১২০ কোটির মধ্যে)
রাইট-টু-ম্যাচ (RTM): ১
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (২১ কোটি), রজত পতিদার (১১ কোটি), যশ দয়াল (৫কোটি)
নিলামের জন্য অবশিষ্ট পার্স: ৮৩ কোটি (১২০ কোটির মধ্যে)
রাইট-টু-ম্যাচ (RTM): ৩
কলকাতা নাইট রাইডার্স: রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি) )
নিলামের জন্য অবশিষ্ট পার্স: ৫১ কোটি (১২০ কোটির মধ্যে)
রাইট-টু-ম্যাচ (RTM): ০
দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)
নিলামের জন্য অবশিষ্ট পার্স: ৭৩ কোটি (১২০ কোটির মধ্যে)
রাইট-টু-ম্যাচ (RTM): ২
গুজরাট টাইটান্স: রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫০ কোটি), সাই সুধারসন (৮.৫০ কোটি), রাহুল তেওয়াটিয়া (৫ কোটি), শাহরুখ খান (৪ কোটি)
নিলামের জন্য অবশিষ্ট পার্স: ৬৯ কোটি (১২০ কোটির মধ্যে)
রাইট-টু-ম্যাচ (RTM): ১
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার