অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৫-এর প্রথম দিনের মেগা নিলাম শেষে মোট ৮৪ জন খেলোয়াড় (৭২ জন বিক্রি এবং ১২ জন অবিক্রিত) নাম উঠেছে। দলগুলি মোট খরচ করেছে ৪৬৭.৯৫ কোটি টাকা। আইপিএল ২০২৫ নিলামে ইতিহাস তৈরি করে তারকা ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন। লখনউ সুপার জায়ান্টস তাঁকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে। পন্থ মাত্র ২০ মিনিটে শ্রেয়াস আইয়ারের রেকর্ড ভেঙে দেন, যাঁকে পঞ্জাব কিংস ২৬.৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে। কেকেআরকে ভেঙ্কটেশ আইয়ারের জন্য অলআউট ঝাঁপাতে দেখা গেল। তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় দলে ফেরাল কলকাতার দল। যুজবেন্দ্র চাহাল আইপিএলে সবচেয়ে দামী ভারতীয় স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন। পঞ্জাব কিংস তাঁকে ১৮ কোটি টাকায় কিনে নিয়েছে। এর আগে, আর্শদীপ সিং আইপিএল ২০২৫ নিলামে প্রথম খেলোয়াড় হিসেবে আরটিএম কার্ডের মাধ্যমে, ১৮ কোটি টাকায় পঞ্জাব কিংসে জায়গা করে নেন।
সানরাইজার্স হায়দরাবাদ সবাইকে চমকে দিয়ে ঈশান কিষানকে ১১.২৫ কোটি টাকায় দলে নেন। ২০২২ সালে, মুম্বই ইন্ডিয়ান্স তাকে ১৫.২৫ কোটি টাকায় কিনেছিল কিন্তু এবার তার জন্য শুরু করলেও বেশি লড়াই করেনি। অন্যদিকে মুম্বই ১২.৫০ কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে দিয়ে নিলাম উদ্বোধন করে।
প্রথম দিনের নিলামের শেষে ১০ আইপিএল দলের অবশিষ্ট পার্স:
চেন্নাই সুপার কিংস: ১৫.৫ কোটি টাকা – সাতজনকে কিনেছে
দিল্লি ক্যাপিটালস: ১৩.৮ কোটি টাকা – নয় জনকে কিনেছে
গুজরাত টাইটান্স: ১৭.৫ কোটি টাকা – নয় জনকে কিনেছে
লখনউ সুপার জায়ান্ট: ১৪.৮৫ কোটি টাকা – সাত জনকে কিনেছে
কলকাতা নাইট রাইডার্স: ১০.০৫ কোটি টাকা – সাত জনকে কিনেছে
মুম্বই ইন্ডিয়ান্স: ২৬.১০ কোটি টাকা – চার জনকে কিনেছে
পঞ্জাব কিংস: ২২.৫০ কোটি টাকা – ১০ জনকে কিনেছে
রাজস্থান রয়্যালস: ১৭.৩৫ কোটি টাকা- পাঁচ জনকে কিনেছে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ৩০.৬৫ কোটি টাকা – ছয় জনকে কিনেছে
সানরাইজার্স হায়দরাবাদ: ৫.১৫ কোটি টাকা – আট জনকে কিনেছে
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার