অলস্পোর্ট ডেস্ক: চোটের কারণে অনেকদিনই খেলার মাঠ থেকে দূরে থেকেছেন ভারতের উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুল । তবে এশিয়া কাপে সুপার ফোর স্টেজে তাঁর অসাধারণ পারফর্ম্যান্সে বুঝিয়ে দিয়েছেন তিনি এখন কতটা ফিট। তা সত্বেও বিশ্বকাপে খেলতে নামার আগে ফিটনেস নিয়ে এখনও তাঁকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এই রকম প্রশ্নের মুখোমুখি হয়ে রাহুল স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে এই উত্তর তাঁর অনেক আগেই দেওয়া হয়ে গিয়েছে।
রোহিতের অনুপস্থিতিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে রাহুল অসাধারণভাবে নেতৃত্ব দিয়েছেন দলকে। প্রথম ওডিআই-এ ভারত অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে। দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে রাহুল বলেন, ‘‘গত দু’বছর ধরে টিম ম্যানেজমেন্ট আমার ওপর অনেক ভরসা রেখেছে। আমার ওপর অনের দ্বায়িত্ব দিয়েছেন যা দেখে বোঝা যায় তারা আমাকে কতটা বিশ্বাস করেন। এই বিশ্বাসই আমার আত্মবিশ্বাস বাড়ায় এবং আমার দ্বায়িত্ব নিতে ভাল লাগছে।’’
অনেক দিন খেলার মাঠ থেকে দূরে থাকার কারণে অনেকেই এশিয়া কাপে রাহুলের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এশিয়া কাপে তিনি এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি শুধুমাত্র বেশি রানই করেননি এর সঙ্গে তিনি অনেকক্ষণ উইকেট ধরে রেখেছিলেন। এর থেকেই বোঝা যায় তিনি কতটা ফিট।
রাহুল বলেন, ‘‘সবাই আমাকে এশিয়া কাপে খেলতে দেখেছে। সুপার ফোরে আমি প্রত্যেকটা ম্যাচই খেলেছি। আমি উইকেট কিপিং করেছি এর সঙ্গে রানও তুলেছি। তাই আমার মনে হয় যারা আমার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছে তাদের প্রশ্নের উত্তর অনেক আগেই দেওয়া হয়ে গিয়েছে। আমি এইরকম পারফর্ম্যান্সই ধরে রাখব বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়া সিরিজে।’’
তাঁর শারীরিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি জানতাম কখন আমি দলে ফিরব। দলে ফিরে আমাকে উইকেট কিপিং এবং ব্যাট করতে হবে। শারীরিক চ্যালেঞ্জগুলি তুলনামূলকভাবে অনেক বেশি, যখন আমি শুধু ব্যাটিং করি। আমি এটা জানতাম, তাই আমি আমার ফিটনেস নিয়ে খুব পরিশ্রম করেছি। ক্রিকেটার হিসেবে আমরা জানি যে চ্যালেঞ্জগুলো আমাদের মাঠে লড়াই করতে হবে এবং আমরা অনুশীলন সেশনে এই খামতিগুলো পূরণ করি।’’
এশিয়া কাপ দিয়ে আবার দলে ফিরেছেন রাহুল। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তিনি শতরান করেছেন। এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআই-এ তিনি ৬৩ বলে ৫৮ রান করে অপরাজিত থেকেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার