অলস্পোর্ট ডেস্কঃ নির্ধারিত উইন্ডো অনুযায়ী ঠিক ১০০ দিন পরে শুরু হবে আইসিসি ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ । টুর্নামেন্টের সূচি ঘোষিত হয় মঙ্গলবার। আইসিসির তরফে প্রকাশ করা হয় বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। চোখ ছিল বেশ কয়েকটি বিষয়ের দিকে। প্রথমত, পাকিস্তান আদৌ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলতে নামে কিনা, সেটা স্পষ্ট হয়ে যায় এদিনই। কলকাতার ইডেন গার্ডেন্স বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ আয়োজনের দায়িত্ব পায় কিনা, ক্রিকেটপ্রেমীদের নজর ছিল সেই দিকেও। শেষমেশ ইডেনের ভাগ্যে শিকে ছেঁড়ে।
চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। আমদাবাদে খেলা হবে ভারত-পাক ম্যাচ। ইডেনে রোহিতরা খেলবে প্রোটিয়াদের বিরুদ্ধে। ভারত-পাক ম্যাচ ও বিশ্বকাপের ফাইনাল খেলা হবে আমদাবাদে। ইডেন ও ওয়াংখেড়েতে খেলা হবে সেমিফাইনাল। ৫ অক্টোবর আমদাবাদেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে লড়াই চালাবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
কোন কোন শহরে খেলা হবে বিশ্বকাপ
আমদাবাদ, মুম্বই, পুণে, চেন্নাই, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, কলকাতা, হায়দরাবাদ, ধরমশালা, দিল্লি, লখনউ ও গুয়াহাটিতে খেলা হবে বিশ্বকাপের ম্যাচগুলি।
আয়োজক ভারত ছাড়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। চলতি কোয়ালিফায়ার টুর্নামেন্ট থেকে ২টি দল মূলপর্বের টিকিট হাতে পাবে। বীরেন্দ্র সেহওয়াগ, মুথাইয়া মুরলীধরন, বিসিসিআই সচিব জয় শাহ ও আইসিসির সিইও জিওফ অ্যালারডিস প্রকাশ করলেন বিশ্বকাপ ২০২৩-এর পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি।
২০২৩ সালের বিশ্বকাপের কোন কোন ম্যাচ পেল ইডেন গার্ডেন্স?
১) প্রথম কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ, ২৮ অক্টোবর (শনিবার)।
২) পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর (মঙ্গলবার)।
৩) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর (রবিবার)।
৪) ইংল্যান্ড বনাম পাকিস্তান, ১২ নভেম্বর (রবিবার)।
৫) দ্বিতীয় সেমিফাইনাল, ১৬ নভেম্বর (বৃহস্পতিবার)।
টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ বিশ্বকাপ সূচি:-
৮ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই)
১১ অক্টোবর: ভারত বনাম আফগানিস্তান (দিল্লি)
১৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)
১৯ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ (পুণে)
২২ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা)
২৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড (লখনউ)
২ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই)
৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা)
১১ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার