অলস্পোর্ট ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। তার আগে শুক্রবার গুয়াহাটি এসে পৌঁছাল ইংল্যান্ড জাতীয় দল। এদিন তাঁদের দলের টিম বাসে দেখা যায় স্পিন অলরাউন্ডার মোইন আলি, স্পিনার আদিল রশিদ, ব্যাটার জো রুট এবং কোচিং ও সাপোর্ট স্টাফের কিছু সদস্যকে। অন্যদিকে প্রায় একি সময় গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছান ভারতীয় ব্যাটার শুভমান গিল। শনিবার গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ভারতীয় দল তাঁদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ৩ অক্টোবর নেদারল্যান্ডস-এর বিপক্ষে।
ভারতীয় দল তাঁদের বিশ্বকাপের সফর শুরু করবে আগামী ৮ অক্টোবর চেন্নাই-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে আগের বারের বিশ্বকাপজয়ী দল ইংল্যান্ড তাঁদের বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ৮ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে। এটাই এবারের বিশ্বকাপের সুচনা ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এই দুই দল শেষ বিশ্বকাপ ২০১৯-এ ফাইনালে মুখোমুখি হয়েছিল।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্যে, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব।
ইংল্যান্ড দল: জোস বাটলার (অধিনায়ক), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার