Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeওডিআই বিশ্বকাপ ২০২৩ওডিআই বিশ্বকাপ ২০২৩: ব্যাটিংয়ে ব্যর্থতা, তবুও ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতের

ওডিআই বিশ্বকাপ ২০২৩: ব্যাটিংয়ে ব্যর্থতা, তবুও ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় ভারতের

অলস্পোর্ট ডেস্ক: রবিবার ছয়ে ছয় পেল ভারত। ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ জিতে নিল ভারতীয় দল। যদিও এদিন দলের ব্যাটিং ফর্ম একদম ভাল ছিলনা, ব্যাট হাতে ভারতের ছেলেরা মাত্র ২২৯ রান করতে পেরেছিল। তারমধ্যে একমাত্র রোহিত শর্মা ১০১ বলে ৮৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। কিন্তু সেই খামতি পূরণ করে দিল ভারতের দাপটীয় বোলাররা। মহম্মদ শামি, জশপ্রীত বুমরাহদের বলে ক্রিজে টিকতে পারল না ব্রিটিশরা। ম্যাচের সেরা হলেন অধিনায়ক রোহিত শর্মা।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বাটলার। সেইমতোন ওপেনিং করতে নামেন রোহিত শর্মা এবং শুভমন গিল। কিন্তু খেলার মোড় ঘুরে যায় যখন ইং‌ল্যান্ড বোলার ক্রিস ওকসের বলে আউট হয়ে যান শুভমন। মাত্র ১৩ বল খেলে নয় রান করে মাঠ ছাড়েন তিনি। এরপর থেকে একমাত্র রোহিতের জায়গা অপরাজিত রেখে অপরদিকের স্টাম্পের ছবি ক্রমশ বদলাতেই থাকে। প্রথমে শ্রেয়াস আইয়ার (১৬ বলে ৪) এবং তারপর বিরাট কোহলি। কোহলির আউটটা অত্যন্ত হতাশাজ‌নক ছিল। নয় বলে শূন্য রান নিয়ে মাঠ ছাড়ার তিক্ত অভিজ্ঞতা এই বিশ্বকাপে প্রথম হল তাঁর। ব্রিটিশদের কড়া ফিল্ডিংয়ের কাছে হার স্বীকার করে যখ‌ন বিদায় নিলেন বিরাট তখন লখনউয়ের একা‌না স্টেডিয়াম জুড়ে নিস্তব্ধতা ভর করল। আশার আলো দেখাতে কেএল রাহুল মাঠে আসলেও তিনিও খুব একটা ভাল খেলতে পারলেন না এদিন। ক্রিস ওকসের বলে আউট হলেন তিনিও। ৫৮ বলে ৩৯ রান বানালেন। এরসঙ্গে উইকেটে হ্যাটট্রিক করলেন ওকস। দলের চাপ ক্রমশ বাড়তেই থাকল। কিন্তু অন্যদিকে অধিনায়ক ঠিক নিজের কাজ করে যাচ্ছিলেন। ধরে খেলে মাঝে সাঝে একটা-দুটো করে চার, ছয় মারছিলেন রোহিত শর্মা। কিন্তু রোহিতের সঙ্গ দেওয়ার জন্য যে কাউকে্ পাশে লাগত। সেই কমতি ঢাকলেন সূর্যকুমার যাদব। তাঁর ব্যাট থেকে উঠে এল ৪৭ বলে ৪৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। যার দরুণ প্রয়োযনীয় কিছুটা রান এগিয়ে এল ভারতের, কিন্তু দুঃখজনকভাবে এক রানের জন্য অর্ধশতরানটা অধরাই রয়ে গেল স্কাইয়ের। এরমাঝেই, রোহিত শর্মার ব্যাটে আরও একটি সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন দর্শকেরা। কিন্তু সেটা আর করা হল না, ৮৭ রানের মাথায় একটি বড় শট খেলতে গিয়ে আউট হলেন অধিনায়ক। শেষবেলায় দলের বোলার পক্ষ বুমরাহ ও কুলদীপ মিলে ২০০-এর কোটায় ভারতের রান টেনে নিয়ে গেলেন। ভারতের ইনিংস শেষ হল ২২৯ রানে।

ইংল্যান্ড যখন তাদের ইনিংস খেলতে নামছে তখন প্রতিটি ভারতীয় ভক্তের মনে একটি আশঙ্কা কাজ করছে, এত কম রান যদি চেজ করে ফেলে ব্রিটিশরা? কিন্তু সেটা হতে দিলেন না বুমরাহরা। মহম্মদ শামি আবার বিঝিয়ে দিলেন, কেন তাঁকে দলে দরকার। প্রতাবর্তন ম্যাচে যেমন পাঁচটি উইকেট নিয়েছিলেন। এদিনও তেমনই চারটে উইকেট তুলে ফেলে ব্রিটিশ রাজদের দাপটে আনলেন। চাপে ফেললেন মহম্মদ সিরাজ। বলে তো ব্যর্থতা দেখা গেলই, সঙ্গে এমন কিছু ফিল্ডিংও মিস্ করলেন যা দেখে রেগে গেলেন রোহিতও। পঞ্চম ওভার থেকে খেলা ঘুরতে শুরু করল। ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিলেন বুমরাহ। পর পর তুলে নিলেন দাউদ মালান এবং জো রুটের মূল্যবান উইকেট। ষষ্ঠ ওভারে শামিকে ক্রিজে পাঠালেন রোহিত। ব্যাস, এরপর খেলা সম্পূর্ণ ভারতের হাতে উঠে চলে এল। একে একে স্টোকস ও বেয়ারস্টোকে মাঠ থেকে সরালেন শামি। ৩০-০ থেকে ম্যাচ ঘুরে ৩৯-৪-এ এসে দাঁড়াল। পঞ্চম উইকেট পড়তেও সময় লাগল না। কুলদীপ নিজের দ্বিতীয় ওভারেই তুলে নিলেন ইংরেজ অধিনায়ক বাটলারকে। মাঝে কিছুটা সময় খেলা ধরে নিয়েছিলেন মোয়েন আলি এবং লিভিংস্টোন। কিন্তু ২৪তম ওভারে শামি ফিরতেই উড়ে ভেঙে গেল সেই জুটি। প্রথম বলেই মোয়েন আর তারপর লিভিংস্টোন ফিরতেই ইংল্যান্ডের যাত্রা শেষ হয়ে গেল। শামি নিলেন ৪ উইকেট, বুমরাহ ৩টি, কুলদীপ ২টি ও রবীন্দ্র জাদেজা একটি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments