অলস্পোর্ট ডেস্ক: এখনও বাংলাদেশের বিরুদ্ধে খেলা টেস্ট সিরিজের স্মৃতি তাজা ভারতীয় ক্রিকেট ফ্যানদের মধ্যে। তার মধ্যেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ধরাশায়ী পুরো ভারতীয় ক্রিকেট দল। মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেল রোহিত শর্মার ভারত। সঙ্গে টেস্ট ক্রিকেটে রোহিতের ফর্মে ফেরাার অপেক্ষা দীর্ঘায়িত হল আরও। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা শুরু করাই যায়নি। দ্বিতীয় দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩১.২ ওভারে ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। দিনের শেষে ৫০ ওভারে ১৮০-৩-এ দাঁড়িয়ে কিউইরা।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন ঋষভ পন্থ। এছাড়া ভারতের রানের তালিকা এক কথায় লজ্জার। ঘরের মাঠে রীতিমতো লজ্জার নজির গড়লেন ভারতীয় ব্যাটাররা। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ১৩ ও রোহিত শর্মা ২ রান করে আউট হয়ে যান। এর পর বিরাট কোহলি। বল খেলে রানের খাতা খুলতে পারেননি। একই অবস্থা সরফরাজ খানের। এখানেই শেষ নয, একই ইনিংসে শূন্য রানে আউট হলেন ভারতের পাঁচ ক্রিকেটার।
কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনও রানের খাতা খুলতে ব্যর্থ হন। কুলদীপ যাদব ২, যশপ্রীত বুমরাহ ১ রানে হন। ৪ রানে অপরাজিত থাকেন মহম্দ সিরাজ। এদিন বল হাতে ভারতকে রীতিমতো নাস্তানাবুদ করে দেন কিউই বোলাররা। ম্যাচ হেনরি একাই ৫ উইকেট নেন। ১৩.২ ওভারে দেন মাত্র ১৫ রান। তাঁর পরই নাম আসবে উইলিয়াম ও’রুরকের। যিনি ১২ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। টিম সাউদি নেন ১ উইকেট। তিন কিউই বোলার মিলই শেষ করে দেয় ভারতীয় ব্যাটিংকে। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৬ রানে।
দ্রুতই প্রথম ইনিংসে ব্যাট করতে নামতে হয় নিউজিল্যান্ডকে। ওপেন করতে নেমে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন ডেভন কনওয়ে। অধিনায়ক টম লাথাম ১৫ রানে আউট হওয়ার পর উইল ইযংকে নিয়ে বড় রানের লক্ষ্যে ব্যাট করতে শুরু করেন ডেভন। তবে অশ্বিনের বলে তিনি যখন বোল্ড হয়ে ফেরেন তখন তাঁর নামের পাশে ৯১ রানের দারুণ ইনিংস জ্বল জ্বল করছে। উইল ইয়ং ৩৩ রানে আউট হন। দিনের শেষে ২২ রানে রাচিন রবীন্দ্র ও ১৪ রানে ড্যারেল মিচেল অপরাজিত রয়েছেন। তৃতীয় দিন ১৮০-৩ নিয়ে ব্যাট করতে নামবে নিউজিল্যান্ড। ভারতের হয়ে একটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার