Thursday, March 20, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটChampions Trophy 2025: সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ ভারতের

Champions Trophy 2025: সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ ভারতের

অলস্পোর্ট ডেস্ক: ৪৯তম ওভারের প্রথম বলেই ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকিয়ে ভারতের হয়ে বদলা সম্পন্ন করলেন কেএল রাহুল। আর এর সঙ্গেই ৪ উইকেটে জিতে ভারতের সামনে খুলে গেল ফাইনালের রাস্তা। প্রতিপক্ষ যেই হোক না কেন ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের জ্বালা থেকে মুক্তি পেতে আরও একটা ম্যাচের অপেক্ষা ভারতের সামনে। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে নির্ধারিত হয়ে যাওয়ার সঙ্গেই পুরো দেশ ফ্ল্যাশব্যাকে যেন পৌঁছে গিয়েছিল ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে। পুরো বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করা ভারতীয় ক্রিকেট দল যখন ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো মুখ থুবড়ে পড়ল তখন একশো কোটির মন ভেঙেছিল ততটাই সশব্দে। তার পর কেটে গিয়েছে দুটো বছর। তার মধ্যেই টি২০ বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত।কিন্তু অস্ট্রেলিয়ার কাছে সেই হার এখনও একরাশ দুঃখ বয়ে আনে ভারতীয় দল থেকে আপামর ভারতবাসীর মনে। তাই এই ম্যাাচ ছিল বদলার, সে যে যাই বলুন না কেন। আর ক্রিকেটের মঞ্চে ভারত-অস্ট্রেলিয়া মানে আরও একটি হাড্ডাহাড্ডি লড়াই তো বটেই। এদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ২৬৫ রানের টার্গেট রাখে ভারতের সামনে। যে লক্ষ্যে ১১ বল বাকি থাকতেই পৌঁছে যায় ভারত।

মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। গ্রুপের শেষ ম্যাচে বরুণ চক্রবর্থীকে এনে চমক দেওয়া ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেমিফাইনালেও কাজে লাগাতে চেয়েছিল এই মিস্ট্রি বোলারকে। আর তাাতে তিনি সফল। তাঁর স্পিন জাদুতেই অজি বদ করতে চেয়েছিল দল। তাতে গত ম্যাচের মতো পাঁচ উইকেট না হলেও সঠিক সময়ে ত্রাভিস হেডকে ফিরিয়ে প্রতিপক্ষকে বড় ধাক্কা দিয়েছিলেন বরুণ। তার পরও অস্ট্রেলিয়ার রান পৌঁছে যায় ২৬৪-তে। যা তাড়া করা সহজ ছিল না ভারতের জন্য।

অস্ট্রেলিয়ার হয়ে ত্রাভিস হেড ৩৯, কুপার কনোলি ০, স্টিভেন স্মিথ ৭৩, মার্নাস লাবুশেন ২৯, জোশ ইঙ্গলিশ ১১, অ্যালেক্স ক্যারি ৬১, গ্লেন ম্যাকস্ ওয়েল ৭, বেন দোয়ারশুইস ১৯, অ্যাডাম জাম্পা ৭, নাথান এলিস ২০ রান করে আউট হন। নির্ধারিত ওভারের তিন বল বাকি থাকতে ২৬৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে এদিন বল হাতে সফল মহম্মদ শামি। তিন উইকেট তুলে নেন তিনি। দুটো করে উইকেট নেন বরুণ চক্রবর্থী ও রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্যে ও অক্ষর প্যাটেল। এদিন উইকেটের ভাড়ার শূন্যই থাকল কুলদীপ যাদবের।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেল ভারতীয় ব্যাটিং। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল বড় রানের লক্ষ্যে ভিতটা গড়ে দিতে পারলেন না। রোহিত ২৮ ও শুভমান ৮ রানে আউট হয় যান। কঠিন সময়ে পারফর্ম করতে ব্যর্থ দলের দুই তারকা ওপেনার। এর পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ৪৫ রানে শ্রেয়াস ও ২৭ রানে অক্ষর প্যাটেল ফিরে যাওয়ার পর বিরাটের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন কেজেল রাহুল।

বিরাট ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলে আউট হয়ে গেলে রাহুলের সঙ্গে লড়াই শুরু করেন হার্দিক পাণ্ড্যে। কিন্তু তিনিও ২৮ রানে আউট হয়ে যান। তবে তার আগে তিনটি ছক্কা হাঁকিয়ে ভারতকে জয়ের রাস্তায় পৌঁছে দিয়ে যান। তবে শেষ পর্যন্ত ৪২ রান করে অপরাজিত থাকেন রাহুল। ২ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাডেজা। ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলে নেয় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে দুটো করে উইকেট নেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। একটি করে উইকেট নেন বেন ডোয়ারশুইস ও কুপার কনোলি। ম্যাচের সেরা বিরাট কোহলি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments