অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার আটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সব হিসেব গুলিয়ে দিয়েছে আফগানিস্তান। যার ফলে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চূড়ান্ত গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গিয়েছিল। এর পাশাপাশি কোথাও না থাকা বাংলাদেশও উঠে এসেছে সেমিফাইনালের দৌঁড়ে। সুপার আটের দুটো ম্যাচ জিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। সেই অস্ট্রেলিয়া যাদের কাছে গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল পুরো টুর্নামেন্টে দুরন্ত পারফর্মেন্স করার পরও। এই ম্যাচে ভারতের সামনে যেমন ছিল বদলার তেমনই অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান ম্যাচে হার থেকে ঘুরে দাঁড়ানো। সোমবার টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অজি অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সামনে ২০৬ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। লক্ষ্যে নেমে ২৪ রান আগেই থামল অস্ট্রেলিয়া। যার সঙ্গেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল ভারত।
বড় রানের লক্ষ্যমাত্রার পাশাপাশি প্রথম ম্যাচের আবার ব্যাটে রান পেলেন রোহিত শর্মা। অল্পের জন্য হাতছাড়া হল সেঞ্চুরি। ৪১ বলে সাতটি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে বিধ্বংসী ৯২ রানের ইনিংস খেললেন ভারত অধিনায়ক রোহিত ফিরলেও এখনও ব্যর্থ বিরাট কোহলি। এদিন রানের খাতাই খুলত পারলেন না। দলগত ৬ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলে ভারত। সেখান থেকে প্রায় একা হাতে ভারতের রানতে ১০০-র গণ্ডি পার করে দেন তিনি। তিন নম্বরে ব্যাট করত নেমে ১৫ রান করে আউট হন ঋষভ পন্থ।
৯২ রানের পাশাপাশি আন্তর্জাতিক টি২০তে ২০০ ছক্কা হাঁকিয়ে ফেললেন রোহিত শর্মা। চার নম্বরে নেমে রোহিতকে অনেকটাই ভরসা দেন সূর্যকুমার যাদব। মাত্র ১৬ বল খেরে ৩১ রান করেন তিনি। এর পর শিবম দুবে ২৮ রান করে আউট হন। হার্দিক পাণ্ড্যের অপরাজিত ঝোড়ো ২৭ ও রবীন্দ্র জাডেজার অপরাজিত ৯ রানের সুবাদে ভারত ২০ ওভারে ২০৫-৫-এ থামে। অস্ট্রেলিয়ার হয়ে দুটো করে উইকেট নেন মিচেল স্টার্ক ও মার্কাস স্তইনিস। এক উইকেট নেন জোশ হেজেলউড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান ওপেনার ডেভিড ওয়ার্নার। করেন মাত্র ৬ রান। ভারতের মতই দলগত ৬ রানে প্রথম উইকেট চলে যায় অজিদেরও। সেখান থেকেই অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের হাল ধরেন ত্রাভিস হেড। ৪৩ বলে ন’টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৬ রান করেন তিনি। সঙ্গে টপ অর্ডারে হেডকে যোগ্য সঙ্গত অধিনায়ক মিচেল মার্শের। ৩৭ রান করে আউট হন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল ১৯, মার্কাস স্তইনিস ২, ম্যাথু ওয়েড ১৫,টিম দাভিদ ১৫ রান করে আউট হয়ে যান। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক রানে অপরাজিত থাকলেন।
শেষ ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পাণ্ড্যে, যেখানে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৯ রান। কিন্তু হার্দিক দিলেন মাত্র ৪ রান। ২০ ওভারে ১৮১-৭-এ থামতে হল অস্ট্রেলিয়াকে। ভারতের হয়ে তিন উইকেট নেন অর্শদীপ সিং, জোড়া উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও অক্ষর প্যাটেল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার