অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপের সেমিফাইনালে দাপটের সঙ্গে জিতেই ফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা। সব ম্যাচ জিতেই সেমিফাইনালে পৌঁছেছিল ভারত। সেমিফাইনালে সেই ধারা ধরে রাখল দল। মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ভারতের বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি দল। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে মাত্র ৮০ রানই তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ৮১ রানের লক্ষ্যে নেমে সহজেই জয় তুলে নেয় শাফালি ও স্মৃতি। ৫৪ বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে দু’জন মাত্র ১০-এর উপরে রান করতে পারেন। সেই রান আসে চার নম্বরে নামা ক্যাপ্টেন নিগার সুলতানা, যিনি ৩২ রান করেন। আর আট নম্বরে নামা শর্নি আখতার ১৯ তিন করে অপরাজিত থাকেন। বাংলাদেশ দলের হয়ে দিলারা আখতার ৬, মুর্শিদা খাতুন ৪, ইশমা তানজিম ৮, রুমানা আহমেদ ১, রাবেয়া খান ১, রীতু মনি ৫, নাহিদা আক্তার ০ ও মারুফা আখতার ০ রানে অপরাজিত থাকেন। ১০০ রানের গণ্ডিও পেরতে পারেনি বাংলাদেশ।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন রেনুকা সিং ও রাধা যাদব। একটি করে উইকেট নেন পূজা ভস্ত্রাকর ও দীপ্তি শর্মা। ভারতের বোলাররাই জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন। বাকি কিজটি করে দিলেন দলের দুই ওপেনার।
ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শাফালি ভর্মা ও স্মৃতি মন্ধনা। শাফালি ২৮ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেন। স্মৃতি ৩৯ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ন’টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকান। দশম ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন স্মৃতি। ৮১ রানের লক্ষ্যে কোনও উইকেট না হারিয়ে ৮৩ রান তুলে নেয় ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার