Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটবাংলাদেশকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

বাংলাদেশকে হারিয়ে এমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

অলস্পোর্ট ডেস্কঃ বাংলাদেশকে ১০০ রানও করতে দিলেন না শ্রেয়াঙ্কা পাতিল, মান্নাত কাশ্যপ, কণিকা আহুজারা। চার বল বাকি থাকতে ৯৬ রানে অলআউট করে ম্যাচ পকেটে পুড়ে ফেলে ভারত। সেই সঙ্গে ৩১ রানে ম্যাচ জিতে ২০২৩ এশিয়ান ক্রিকেট কাউন্সিল উইমেন্স ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা ‘এ’ দল।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে ভারতীয় দল শুরুটা ধীরগতিতেই করেছিল। এমন কী ৫০ রানের মধ্যে ২ উইকেট তারা হারিয়ে বসে থাকে। দলের অধিনায়ক শ্বেতা সেহরাওয়াত ২০ বলে ১৩ রান করে আউট হয়ে যান। নাহিদা আক্তারকে বোল্ড করেন শ্বেতা। আর এক ওপেনার ইউ ছেত্রী ২০ বলে ২২ করে সাজঘরে ফিরে যান। রাবেয়া খানের বলে বোল্ড হয়ে যান তিনি। তবে তিনে ব্যাট করতে নেমে দীনেশ বৃন্দা হাল ধরেন। তিনি ৫টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

এ ছাড়া পাঁচে ব্যাট করতে নেমে কণিকা আহুজা ২৩ বলে অপরাজিত ৩০ রান করে ভারতকে বড় অক্সিজেন দেন। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার। বাকিরা কেউ অবশ্য দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। যে কারণে ২০ ওভারে খুব বেশি রান স্কোরবোর্ডে যোগ করতে পারেনি ভারত। ৭ উইকেট হারিয়ে তারা করে ১২৭ রান। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার এবং সুলতানা খাতুন ২টি করে উইকেট নিয়েছেন। সনজিদা আক্তার মেঘলা এবং রাবেয়া খান ১টি করে উইকেট নেন।

তাঁদের দাপটেই ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শুরু থেকেই নড়বড় করছিল বাংলাদেশ। তাদের দলের কোনও ব্যাটারই ২০ রানে গণ্ডি টপকাননি। ওপেন করতে নেমে স্বাথী রানির ১১ বলে ১৩, শোভনা মোস্তারির ২২ বলে ১৬, নাহিদা আক্তারের ২২ বলে ১৭ রান বাদ দিলে বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। ৪ বল বাকি থাকতেই ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে শ্রেয়াঙ্কা একাই ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মান্নত কাশ্যপ, কণিকা ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আর তিতাস সাধু নিয়েছেন ১ উইকেট।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments