অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২৪-এ এখনও একটিও ম্যাচ হারেনি ভারতীয় ক্রিকেট দল। সব ম্যাচ জিতেই সুপার আটে পৌঁছেছিলেন রোহিতরা। সুপার আটে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর শনিবার বাংলাদেশকেও হারিয়ে দিল ভারত। যার ফলে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল ভারতের। এদিন নর্থ সাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই হতাশ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৬ রানই তুলতে পারে বাংলাদেশ। এর সঙ্গেই টি২০ বিশ্বকাপের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ডও করে ফেলল ভারত।
আবারও ওপেনিং জুটিতে ব্যর্থ রোহিত-বিরাট। তাও এদিন দু’জনের রান ডবল ফিগারে পৌঁছল। ওপেন করতে নেমে রোহিতত শর্মা ২৩ ও বিরাট কোহলি ৩৭ রান করে কিছুটা ভরসা দেন। ৩৯ ওভারে প্রথম উইকেট পড়ে ভারতের। আগের ম্যাচের মতো এদিন ভারতের ব্যাটিংকে ভরসা দিতে পারেননি সূর্যকুমার যাদব। চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র একটা ছক্কা হাঁকিয়ে ফিরে যান প্যাভেলিয়নে। যদিও উল্টোদিকে আগে থেকেই দলের রানকে ভরসা দেওয়ার চেষ্টায় ছিলেন ঋষভ পন্থ।
এখান থেকেই ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন পন্থ, দুবে ও হার্দিক। পন্থ ৩৬ রান করে আউট হন। শিবম দুবে করেন ৩২ রান। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন হার্দিক পাণ্ড্যে। আগের ম্যাচেও ব্যাট হাতে ভরসা দিয়েছিলেন তিনি। এদিন ২৭ বলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রানন করে অপরাজিত থাকেন তিনি। ৩ রান অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের জন্য ১৯৭ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। বাংলাদেশের হয়ে দুটো করে উইকেট নেন তানজিম হাসান ও রশিদ হোসেন। এক উইকেট নেন শাকিব আল হাসান।
জবাবে ব্যাট করতে নেমে ভাররতের মতই ওপেনিং জুটি ভরসা দিতে পারেনি। লিটন দাস ১৩ ও তানজিদ হাসান ২৯ রান করে ফিরে যান। তিন নম্বরে নেমে নাজমূল হোসেন কিছুটা চেষ্টা করেন দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার। ৪০ রান করেন তিনি। কিন্তু উল্টো প্রান্তে তখন পর পর প্যাভেলিয়নে ফেরার প্রতিযোগিতা চলছে। তৌহিদ হৃদয় ৪, শাকিব ১১, জেকার আলি ১ রান করে আউট হয়ে যান। মাহমুদুল্লাহ (১৩) ও রশিদ হোসেন (২৪) কিছুটা লড়াই দেন। মেহেদি হাসান ৫ ও তানজিম ১ রানে অপরাজিত থাকেন। লক্ষ্যের ৫০ রান আগেই থামতে হয় বাংলাদেশকে। ভারতের হয়ে তিন উইকেট নেন কুলদীপ যাদব. দুটো করে উইকেট নেন অর্শদীপ সিং ও যশপ্রীত বুমরাহ। এক উইকেট নেন হার্দিক পাণ্ড্যে। ম্যাচের সেরাও তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার