অলস্পোর্ট ডেস্ক: শনিবার নিউইয়র্কে টি২০ বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সহজ জয় এল ঠিকই সঙ্গে যেটা পাওয়া গেল সেটা হল ভরসা। ব্যাট হাতে দেশকে ভরসা দিলেন ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্যে। পিছিয়ে থাকলেন না সূর্যকুমার যাদবও। হতাশ করলেন সঞ্জু স্যামসন। যার পর এটা নিশ্চিত দলের প্রথম উইকেট কিপার হিসেবে থাকবেন পন্থই। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।প্রথমে ব্যাট করে ২০ ওভাে ১৮২-৫-এ থামে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১২২-৯-এ ওভার শেষ করে বাংলাদেশ। ৬০ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
এদিন ভারতের হয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। কিন্তু ভারতের ওপনিং জুটি এদিন ভরসা দিতে পারেনি। রোহিত ২৩ ও সঞ্জু ১ রান করে আউট হয়ে যান। এর পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন ঋষভ পন্থ ও সূর্যকুমার যাদব। ৩২ বলে চারটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিযে ৫৩ রান করে রিটায়ার্ড হাার্ট হয়ে মাঠ ছাড়েন পন্থ। ১৮ বলে ৩১ রান করেন সুর্যকুমার। শিবম দুবে ১৪ রান করে আউট হন। এর পর খেলা শেষ করেন হার্দিক । ২৩ বলে দু’টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪০ রান করে অপরাজিত থাকেন তিনি। চার রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাডেজা।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মাহমুদুল্লাহ ও তনভীর ইসলাম। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের কোনও ব্যাটারই লড়াই দিতে পারেননি। সাত নম্বরে নামা মাহমুদুল্লাহ কিছুটা শেষবেলায় চেষ্টা করেন ঠিকই কিন্তু ততক্ষণে অনেক দেড়ি হয়ে গিয়েছে।
বাংলাদেশের হয়ে তানজিদ হাসান ১৭, সৌম্য সরকার ০, লিটন দাস ৬, নাজমুল হোসেন শান্ত ০, তৌহিদ হৃদয় ১৩, শাকিব আল হাসান ২৮, মাাহমুদুল্লাহ ৪০ (রান করে রিটায়ার্ট হার্ট হয়ে ফেরেন), ঋশব হোসেন ৫, জেকার আলি ০ রান করে আউট হন। মেহেদি হাসান ৩ ও তানজিম হাসান ১ রানে অপরাজিত থাকেন। লক্ষ্যের থেকে ৬০ রান আগেই থামতে হয় বাাংলাদেশকে। ভারতের হয়ে দুটো করে উইকেট নেন অর্শদীপ সিং ও শিবম দুবে। একটি করে উইকেট নেনযশপরীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ড্যে ও অক্ষর প্যাটেল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার