অলস্পোর্ট ডেস্ক: যেখানে টেস্ট সিরিজ শেষ করেছিল, সেখান থেকেই যেন টি২০ সিরিজ শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল। যদিও দুই দলের মধ্যে বিস্তর পার্থক্য। পুরো দলটাই বদলে গিয়েছে। একঝাঁক তরুণ মুখে সঙ্গে রয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যে, সঞ্জু স্যামসনদের মতো কিছু সিনিয়র প্লেয়ার। এদিন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ৪৯ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। এতটাই কম রানের লক্ষ্যমাত্রা রেখেছিল বাংলাদেশ যে খুব বেশি কষ্ট করতে হয়নি ভারতীয় ব্যাটারদের। বোলাররা কাজটি আগেভাগেই করে রেখেছিল।
এই মুহূর্তে ভারত সফরে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে দুই দল। যার প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করে সিরিজে এগিয়ে থাকল ভারত। রবিবার গোয়ালিয়রে প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে বাংলাদেশ ১২৭ রানে অল আউট হয়ে যায়।
বাংলাদেশের হয়ে দুই ওপেনার পারভেজ ৮ ও লিটন দাস ৪ রান করে আউট হয়ে যান। এর পর শান্ত ২৭, তৌহিদ হৃদয় ১২, মাহমুদুল্লাহ ১, জেকার আলি ৮, রিশাদ হোসেন ১১, তাসকিন আহমেদ ১২, শোরিফুল ইসলাম ০, মুস্তাফিজুর রহমান ১ রান করে আউট হন। ৩৫ রান করে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্থী। একটি করে উইকেট নেনহার্দিক পাণ্ড্যে, মায়াঙ্ক যাদব ও ওয়াশিংটন সুন্দর।
জবাবে ব্যাট করতে নেমে ১১.৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১৩২ রান তুলে দেয় ভারত। ভারতের হয়ে দুই ওপেনার সঞ্জু স্যামসন ২৯ ও অভিষেক শর্মা ১৬ রান করে আউট হন। এর পর তিন নম্বরে নেমে ২৯ রান যোগ করেন অধিনায়ক সূর্যকুমার। শেষ কাজটি করে দেন নীতিশ কুমার রেড্ডি ও হার্দিক পাণ্ড্যে। নীতিশ ১৬ ও হার্দিক ৩৯ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হন অর্শদীপ সিং। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মুস্তাফিজুর ও মেহেদি হাসান। রান আউট হন অভিষেক।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার