অলস্পোর্ট ডেস্ক: তিন ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে নিল ভারতীয় ক্রিকেট দল। বুধবার দিল্লিকে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। প্রথম ম্যাচে সহজ জয়ের পরই দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল সূর্যকুমারের ভারত। দ্বিতীয় ম্যাচও ততটাই সহজে জিতে নিল। ভারতের দেওয়া লক্ষ্যে পৌঁছতেই পারল না বাংলাদেশ। ৮৬ রানে হেরে টেস্ট সিরিজের পর টি২০ সিরিজও হেরে গেল বাংলাদেশ। আর একটি ম্যাচ এখনও বাকি রয়েছে। যা জিতে মান রাখতে পারবে কিনা বাংলাদেশ তা সময়ই বলবে। তবে টেস্টের পর টি২০-তে দল বদলে গেলেও ভারতের পারফর্মেন্স একই থাকল।
এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২২১-৯-এ থামে ভারত। দলের তিন টপ অর্ডার ব্যাটার তেমনভাবে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে না পারলেও মিডল অর্ডার সেই কাজ করে দেয়। দুই ওপেনার সঞ্জু স্যামসন ১০ ও অভিষেক শর্মা ১৫ রানে ফিরে যান প্যাভেলিয়নে। তিন নম্বরে নেমে অধিনায়ক সূর্যকুমার যাদব করেন মাত্র ৮ রান।
এখান থেকেই খেলার হাল ধরেন রিঙ্কু সিং ও নীতিশ রেড্ডি। তাঁদের যোগ্য সঙ্গত হার্দিক পাণ্ড্যের। চার নম্বরে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন নীতিশ ও রিঙ্কু। ৩৪ বলে চারটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৪ রান করেন নীতিশ কুমার রেড্ডি। একই সঙ্গে চলছিল রিঙ্কুর ব্যাট। তিনি ২৯ বলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৩ রান করেন। নীতিশ ফিরতেই রিঙ্কুর সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন হার্দিক। তিনি ১৯ বলে ৩২ রান করেন। এছাড়া রিয়ান পরাগ ১৫, বরুণ চক্রবর্থী ০, অর্শদীপ সিং ৬ রান করে আউট হন।
বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন রিশাদ হোসেন। দুটো করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৫-৯-এ থামে বাংলাদেশ। তাদের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ছয় নম্বরে নামা মাহমুদুল্লাহ। এছাড়া পারভেজ ১৬, লিটন ১৪, শান্ত ১১, তৌহিদ ২, মিরাজ ১৬, জাকের ১, রিশাদ ৯, তানজিম ৮ রান করে আউট হন। ভারতের হয়ে দুটো করে উইকেট নেন নীতিশ কুমার ও বরুণ চক্রবর্থী। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর,অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব ও রিয়ান পরাগ। ম্যাচের সেরা নীতিশ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার