অলস্পোর্ট ডেস্ক: ক্লিনশিট সম্পূর্ণ ভারতীয় টি২০ দলের। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর টি২০ সিরিজ ৩-০-তে জিতে নিল ভারত। প্রথম দুই ম্যাচকে ছাপিয়ে গেল তৃতীয় ও শেষ ম্যাচ। যেখানে রানের বন্যা বইয়ে দিলেন ভারতের ব্যাটাররা। টি২০ ক্রিকেটে ৩০০ রানের কাছে পৌঁছে যাওয়া নেহাৎই সহজ কাজ নয়, তবে শনিবার হায়দরাবাদে সেটাই করে দেখাল ভারত। ব্যাট হাতে দাপট দেখালেন সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব। যার ফল ১৩৩ রানে ম্যাচ জিতে নিল ভারত। এবার ভারতের সামনে টেস্ট চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। অভিষেককে আগের দিনের ফর্মে না পাওয়া গেলেও এদিন ব্যাট হাতে রীতিমতো তান্ডব করলেন সঞ্জু। অভিষেক চার বলে চার রান করে প্যাভেলিয়নে ফিরে যাওয়ার পর সঞ্জুর সঙ্গে ব্যাট করতে নামেন স্বয়ং অধিনায়ক। ২৩ রানে এক উইকেট থেকে এই জুটি ভারতের রানকে ১৯৬-এ নিয়ে যান।
সঞ্জু স্যামসনের এদিন বিধ্বংসী ব্যাটিংয়ে ছিল ১১টি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি। মাত্র ৪৭ বলে ১১১ রান করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত সূর্যকুমারের। তাঁর ৩৫ বলে ৭৫ রানের ইনিংস সাজানো ছিল আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে। এছাড়া রিয়ান পরাগ ৩৪, হার্দিক পাণ্ড্যে ৪৭, নীতীশ কুমার ০ রান করে আউট হন। ৮ রানে রিঙ্কু সিং ও ১ রানে ওয়াশিংটন সুন্দর অপরাজিত থাকেন। ২০ ওভারে ভারত থামে ২৯৭-৬-এ।
বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন তানজিম হাসান সাকিব। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেটে মাত্র ১৬৪ রানই তুলতে পারে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তৌহিদ হৃদয়। তিনি ৬৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া লিটন জাস ৪২, তানজিদ হাসান ১৫ ও নাজমূল হোসেন ১৪ রান করেন। বাকিরা দুই অঙ্কের রানেই পৌঁছতে পারেননি।
ভারতের হয়ে তিন উইকেট নেন রবি বিষ্ণোই। দুই উইকেট নেন মায়াঙ্ক আগরওয়াল। একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার। ম্যাচের সেরা সঞ্জু স্যামসন। টুর্নামেন্টের সেরার শিরোপা উঠেছে হার্দিক পাণ্ড্যের হাতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার