অলস্পোর্ট ডেস্ক: বৃষ্টির ভ্রুকূটির মধ্যেই শুরু হয়েছিল টি২০ বিশ্বকাপ ২০২৪-এর দ্বিতীয় সেমিফাইনাাল। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার ছিল দ্বিতীয় ফাইনালিস্টের অপেক্ষ। আর সেই লক্ষ্যে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। যদিও এই ম্যাচ নিয়ে ছিল ঘোরতর অনিশ্চয়তা। আবহাওয়ার পূবার্ভাস নিশ্চিত করে দিয়েছিল, পুরো সময় ধরে চলবে বৃষ্টি। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি চলছিল। যার ফলে ম্যাচ শুরু হতে দেড়িও হল। মাঝে বৃষ্টির জন্য খেলাও বন্ধ হল কিন্তু ম্যাচ ভেস্তে যাওয়ার সব জল্পনাকে উড়িয়ে পুরো ২০-২০ ওভারের ম্যাচ হল। যেখানে প্রত্যাশামতোই বাজিমাত টিম ইন্ডিয়ার। ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে ভারত।
এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার। ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য তাতে খুশিই হয়েছেন। কারণ তিনি চেয়েছিলেন প্রথমে ব্যাট করতে। সেই মতো এদিন প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। যা এই সারফেসে প্রতিপক্ষের জন্য সহজ চ্যালেঞ্জ ছিল না। যদিও আবারও ব্যর্থ বিরাট কোহলি।পুরো টি২০ বিশ্বকাপে বিরাটের ফর্মে ফেরার জন্য আর মাত্র একটিই ম্যাচ বাকি রয়েছে। এদিন মাত্র ৯ রান করে ফিরে গেলেন প্যাভেলিয়নে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ঋষভ পন্থও ফিরলেন ৪ রানে।
শেষ ম্যাচে ফর্মে ফিরেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনালেও সেটা ধরে রেখে প্রমান করলেন সত্যিই তিনি ফর্মে ফিরেছেন। ৩৯ বলে ছ’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ রানের ইনিংস খেললেন। তাঁকে যোগ্য সঙ্গত সূর্যকুমার যাদবের। ৪৭ রান করলেন তিনি। অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হলেও দলের জন্য এই রান গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া হার্দিক পাণ্ড্যে ২৩, শিবম দুবে ০, অক্ষর প্যাটেল ১০ রান করে আউট হন। ১৭ রানে রবীন্দ্র জাডেজা ও ১ রানে অর্শদীপ সিং অপরাজিত থাকলেন। ইংল্যান্ডের সামনে ১৭২ রানর টার্গেট রাখে ভারত।
এদিন ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নিলেন ক্রিস জর্ডন। একটি করে উইকেট নিলেনরেসি টপলে, জোফরা আর্চার, স্যাম কুরান ও আদিল রশিদ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংল্যান্ডের ব্যাটিংকে চাপে রাখেন ভারতের বোলাররা। ৫ রানে ফিল সল্ট ও ২৩ রানে জোস বাটলার আউট হয়ে যান। এর পর মইন আলি ৮, জনি বেয়ারস্টো ০, হ্যারি ব্রুক ২৫, স্যাম কারান ২, ক্রিস জর্ডন ১, লিয়াম লিভিংস্টোন ১১, আদিল রশিদ ২, আর্চার টপলে ২১ রান করে আউট হন। ১৬.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। দুই উইকেট নেন যশপ্রীত বুমরাহ। রান আউট হন লিভিংস্টোন ও রশিদ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার