Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটIndia vs England: ইডেন উদ্যানে দাপটের সঙ্গে জিতে টি২০ সিরিজ শুরু করে...

India vs England: ইডেন উদ্যানে দাপটের সঙ্গে জিতে টি২০ সিরিজ শুরু করে দিল সূর্য কুমারের ভারত

সুচরিতা সেন চৌধুরী: বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয় দিয়ে টি২০ সিরিজ শুরু করে দিল সূর্য কুমার যাদবের ভারত। এই সিরিজের প্রথম ম্যাচই ছিল কলকাতার ইডেন গার্ডেনে। দেশকে সমর্থন করতে এদিন গ্যালারি ভরিয়েছিলেন কলকাতা ও শহরতলীর হাজার হাজার ক্রিকেটপ্রেমী। দীর্ঘদিন পর শহরে আন্তর্জাতিক ম্যাচের আসর। এই ম্যাচ ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো। জিতে তার উপহারও দিলেন ক্রিকেটাররা। এদিন টস জিতে শিশিরের কথা মাথায় রেখে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্য কুমার।

এদিন শুরু থেকেই জয়ের রাস্তা তৈরি করতে শুরু করেন ভারতের বোলাররা। যদিও প্রত্যাশা থাকলেও এই ম্যাচে দলে রাখা হয়নি মহম্মদ শামিকে। তবে দলে সিনিয়র বোলারের অভাব বুঝতে দেননি অর্শদীপ, বরুণা। রবি বিষ্ণোই ছাড়া এদিন সকলেই উইকেট পেলেন। জোড়া উইকেট নিয়েই শুরু করেছিলেন অর্শদীপ সিং। ম্যাচের প্রথম ওভারেই বল করতে এসে তৃতীয় বলেই তিনি রানের খাতা খুলতে না দিয়ে প্যাভেলিয়নে ফেরান ফিল সল্টকে। ইংল্যান্ডের দলগত রানের খাতাও তখন শূন্য। তাঁর দ্বিতীয় ওভারে তিনি ফেরান ৪ রান করা বেন ডাকেতকে।

একদিকে পর পর উইকেট পতন হলেও তিন নম্বরে নেমে অধিনায়ক জোস বাটলার লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত। তাঁর ব্যাটেই সম্মানজনক রানে পৌঁছয় ইংল্যান্ড। ৬৮ রান করে তিনি যখন আউট হন ততক্ষণে তাদের ৮ উইকেট পড়ে গিয়েছে। এছাড়া হ্যারি ব্রুক ১৭, লিয়াম লিভিংস্টোন ০, জ্যাকব বেতের ৭, জ্যামিং ওভারটন ২, গাস অ্যাটকিনসন ২, জোফরা আর্চার ১২ এবং ম্যাচের শেষ বলে রান আউট হন ১ রান করা মার্ক উড। ৮ রানে অপরাজিত থাকেন আদিল রশিদ। ২০ ওভারে ১৩২ রানে থামে ইংল্যান্ড।

ভারতের হয়ে অর্শদীপের জোড়া উইকেট ছাড়া দুটো করে উইকেট নেন হার্দিক পাণ্ড্যে ও অক্ষর প্যাটেল। তিন উইকেট নেন রহস্য বোলার বরুণ চক্রবর্তী। বোলাররা তাঁদের কাজ সাফল্যের সঙ্গে করে দিয়েছিলেন। এবার ছিল ব্যাটারদের পালা। লক্ষ্য ছিল ১৩৩। যা খুব কঠিন হবে না বোঝাই গিয়েছিল। তবে এতটা সহজ জয় আসবে তা হয়তো মাঠে নেমে খেলা ক্রিকেটাররাও ভাবেননি। যার ফল ৪৩ বল বাকি থাকতেই মাত্র তিন উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে নিল ভারত।

এদিন শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ওপেনার অভিষেক শর্মা। তিনি জয়ের রাস্তা মসৃণ করে দিয়েছিল জয়ের জন্য অর্ধেকের বেশি রান করে। তাঁর সঙ্গে ওপেন করতে নামা সঞ্জু স্যামসন ২৬ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। তিন নম্বরে ব্যাট করতে নেমে রানের খাতাও খুলতে পারেননি সূর্য কুমার। ততক্ষণে বড় রানের ইঙ্গিত দিয়ে দিয়েছেন অভিষেক। ৩৪ বলে পাঁচটি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। বাকি কাজ করে দেন তিলক বর্মা (অপরাজিত ১৯) ও হার্দিক পাণ্ড্যে (অপরাজিত ৩)। ১২.৫ ওভারে তিনি উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে নেয় ভারত।

ইংল্যান্ডের হয়ে দুই উইকেট নেন জোহরা আর্চার ও এক উইকেট নেন আদিল রশিদ। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বরুণ চক্রবর্তী।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments