Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটইংল্যান্ডকে সহজেই উড়িয়ে চার দিনেই তৃতীয় টেস্ট পকেটে ভারতের

ইংল্যান্ডকে সহজেই উড়িয়ে চার দিনেই তৃতীয় টেস্ট পকেটে ভারতের

অলস্পোর্ট ডেস্ক: তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা যখন থেমেছিল তখন দ্বিতীয় ইনিংসে ভারত ১৯৬-২। ৬৫ রানে শুভমান গিল ও ৩ রানে কুলদীপ যাদব ব্যাট করছিলেন। যদিও তখন টিকে ছিলেন এই সিরিজে ভারতের সব থেকে বিশ্বস্ত ব্যাটার যশস্বী জয়সওয়াল। কারণ তৃতীয় দিন সেঞ্চুরির করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। চতুর্থ দিন শুভমান আউট হতই মাঠে ফিরে আসেন তিনি এবং নিজের দ্বিতীয় ডবল সেঞ্চুরিটি হাঁকান সঙ্গে একগুচ্ছ রেকর্ডও করে ফেলেন। তাঁর ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে ভারত ৪৩০-৪-এ ইনিংস ঘোষণা করে দেয়।

প্রথম ইনিংসেই ভারতের রানকে ছাঁপিয়ে যেতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসেতাদের সামনে ছিল রানের পাহাড় কিন্তু হাতে দেড় দিন থাকলেও সেই লক্ষ্যে পৌঁছনো ছিল প্রায় অসম্ভব। চতুর্থ দিনই ১২২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৪৩৪ রানে তৃতীয় টেস্ট জিতে সিরিজে ২-১-এ এগিয়ে গেল ভারত।

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত থেমেছিল ৪৪৫ রানে। সেখানে রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে এসেছিল সেঞ্চুর। হাফ সেঞ্চুরি করেছিলেন সরফরাজ খান। জবাবে ব্যাট করতে নেমে বেন ডাকেটের সেঞ্চুরির সাহায্য ৩১৯ রান করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের রান না পাওয়া সুদে আসলে তুলে নেয় যশস্বী। ২১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসে অবশ্য রোহিত শর্মা ফেরেন মাত্র ১৯ রানে। তৃতীয় দিনই কোনও রান না করে ফিরে যান রজত পাতিদার।

চতুর্থ দিন ভারতের দুই উইকেটই নিতে পারেন ইংল্যান্ড বোলাররা। ৯১ রানে রান আউট হয়ে রীতিমতো হতাশা প্রদর্শন করতে দেখা যায় শুভমান গিলকে। কুলদীপ যাদব আউ হন ২৭ রানে। প্রখম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করেন সরফরাজ। অপরাজিত থাকেন ৬৮ রানে। ৪৩০-৪-এ ইনিংস ঘোষণা করে দেয় ভারত।

ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন জো রুট, টম হার্টলি ও রেহান আহমেদ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই অসহায় আত্মসমর্পণ করেন ব্রিটিশ ব্যাটাররা। জ্যাক ক্রলি ১১, বেন ডাকেট ৪, ওলি পপ ৩, জো রুট ৭, জনি বেয়ারস্টো ৪, বেন স্টোকস ১৫, বেন ফোকস ১৬, রেহান আহমেদ ০, টম হার্টলি ১৬, মার্ক উউড ৩৩ রানে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন জেমস অ্যান্ডারসন। ১২২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

ভারতের হয়ে বল হাতে এদিন দারুণ সফল রবীন্দ্র জাডেজা। একাই তুলে নেন পাঁচ উইকেট। ১২.৪ ওভার বল করে মাত্র ৪১ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি করার পাশাপাশি জোড়া উইকেটও নিয়েছিলেন তিনি। তাই ম্যাচের সেরা তিনিই। এছাড়া এদিন দুই উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমাহ ও রবিচন্দ্রন অস্বিন। দ্বিতীয় ইনিংসে ৩৯.৪ ওভারই ব্যাট করতে পারে ইংল্যান্ড।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments