অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে নেওয়ার পর তৃতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। শুক্রবার চতুর্থ ম্যাচে আবার জয়ে ফিরল দল। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৮১ রান তোলে ভারত। টি২০ ক্রিকেটে ১৮২ রানের টার্গেট মোটেও সহজ নয়। ইংল্যান্ডের জন্যও কাজটি সহজ ছিল না। পারেওনি লক্ষ্যে পৌঁছতে। দুই বল বাকি থাকতে ১৫ রানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ল ভারত।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি ভারতের। আবারও ব্যাট হতে ব্যর্থ উইকেটকিপার -ওপেনার সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা চেষ্টা করলেও ২৯ রান করে আউট হয়ে যান তিনি। কিন্তু তাঁর আগে পড়ে যায় আরও দুই উইকেট। ভারতের প্রথম তিন উইকেট পড়ে ১২ রানে। বাকি দু’জন তিলক বর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব রানের খাতাই খুলতে পারেননি। এখান থেকে ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন প্রথমে রিঙ্কু সিং এবং পরে শিভম দুবে ও হার্দিক পাণ্ড্যে। যার ফলে প্রতিপক্ষের সামনে ভারতের তরফে একটি চ্যালেঞ্জিং টোটাল রাখা সম্ভব হয়।
এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩০ রানের ইনিংস খেলেন রিঙ্কু। দলগত ৫৭ রানে অভিষেক শর্মা ও ৭৯ রানে রিঙ্কু সিং প্যাভেলিয়নে ফেরার পর শুরু হয় দুবে-পাণ্ড্যে জুটির দুরন্ত ব্যাটিং। যার জবাব ছিল না ইংল্যান্ড বোলারদের কাছে। শিভম দুবে সাতটি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৩ রান করে রান আউট হন। অন্যদিকে ৩০ বলে চারটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডার মেরে ৫৩ রানেই ফেরেন প্যাভেলিয়নে। এর পর অক্ষর প্যাটেল ৫ ও অর্শদীপ সিং ০ রানে আউট হন। নির্ধারিত ওভারে ১৮১-৯-এ থামে ভারত।
ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন সাকিব মেহমুদ, দুই উইকেট জেমি ওভারটনের এবং একটি করে উইকেট নেন ব্রাইডন কার্স ও আদিল রশিদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে দিয়েছিল ইংল্যান্ড। একটা সময় পর্যন্ত মনেই হচ্ছিল ভারতের তৈরি করা লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন বাটলাররা। কিন্তু টপ অর্ডারের তৈরি করা রান মিডল অর্ডার ধরে রাখতে পারেনি। ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ২৩ ও ডাকেট ৩৯ রানে আউট হন। তিন নম্বরে নামা অধিনায়ক বাটলার ২ রান করে আউট হযে গেলেও রানের গতি ধরে রাখেন হ্যারি ব্রুক। ২৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি।
এছাড়া লিয়াম লিভিংস্টোন ৯, জ্যাকব বেথেল ৬, ব্রাইডন কার্স ০, জোফরা আর্চার ০, জেমি ওভারটন ১৯, সাকিব মাহমুদ ১ রানে আউট হন। ১০ রানে অপরাজিত থাকেন আদিল রশিদ। ১৯.৪ ওভারে ১৬৬ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

ইংল্যান্ডকে লক্ষ্যে পৌঁছনোর আগেই থামিয়ে দেওয়ার পিছনে বড় ভূমিকা রাখলেন হর্ষিত রানা। এদিন কনকাসন সাব হিসেবে টি২০ আন্তর্জাতিকে অভিষেক হয়েই জাত চেনালেন তিনি। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় নবম ওভার শেষে মাঠ ছাড়েন শিভম দুবে। তাঁর জায়গায় মাঠে আসেন হর্ষিত। অভিষেকেই তিন উইকেট তুলে নিলেন তিনি। এছাড়া দুই উইকেট নেন বরুণ চক্রবর্থী। তিন উইকেট নেন রবি বিষ্ণোই। এক উইকেট অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিংয়ের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার