অলস্পোর্ট ডেস্ক: সিরিজ আগেই জিতে গিয়েছিল ভারত। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে হারের মুখ দেখতে হলেও চতুর্থ ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। শেষ ম্যাচ যতটা সম্মান রক্ষার ছিল ইংল্যান্ডের জন্য, ভারতের জন্য ততটা গুরুত্বপূর্ণ ছিল না স্বাভাবিকভাবেই। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে যে লড়াই দেখা গেল তাতে একবারও মনে হচ্ছিল না, এই ম্যাচ ভারতের জন্য নিয়মরক্ষার। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন জস বাটলার। প্রথমে ব্যাট করে ভারত ২৪৭ রান তুলে দেয়। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে তার ধারে কাছে পৌঁছতে পারেনি ইংল্যান্ড। এক কথায় টি২০ সিরিজের শেষ ম্যাচে লজ্জার হার নিয়ে শেষ করল ব্রিটিশরা। ১৫০ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ভারত ২৪৭ রান তোলে প্রায় একা অভিষেক শর্মার ব্যাটেই। এই ২৪৭-এর মধ্য়ে অভিষেকের ব্যাটেই আসে ১৩৫ রান। ৫৪ বলে অভিষেকের ১৩৫রান সাজানো ছিল সাতটি বাউন্ডারি ও ১৩টি ওভার বাউন্ডারি দিয়ে। এছাড়া সঞ্জু স্যামসন ১৬, তিলক ভর্মা ২৪, সূর্যকুমার যাদব ২, শিভম দুবে ৩০, হার্দিক পাণ্ড্যে ৯, রিঙ্কু সিং ৯, অক্ষর প্যাটেল ১৫ ও রবি বিষ্ণোই ০ রানে আউট হয়ে যান। কোনও রান না করে অপরাজিত থাকেন মহম্মদ শামি।
ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন ব্রাইডন কার্স। দুই উইকেট নেন মার্ক উড। একটি করে উইকেট নেন জোফরা আর্চার, জেমি ওভারটন ও আদিল রশিদ। জবাবে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারও ক্রিজে টিকে থাকতে পারেননি ইংল্যান্ডের ব্যাটাররা। মাত্র ১০.৩ ওভার খেলে ৯৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এক মাত্র ওপেনার ফিল সল্ট ৫৫ রানের ইনিংস খেলেন। বাকিদের মধ্যে একজনই ১০ রানে পৌঁছতে পেরেছিলেন।
এদিন ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট ০, জস বাটলার ৭, হ্যারি ব্রুক ২, লিয়াম লিভিংস্টোন ৯, জ্যাকব বেথেল ১০, ব্রাইডন কার্স ৩, জেমি ওভারটন ১, আদিল রশিদ ৬ ও মার্ক উড ০ রানে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন জোফরা আর্চার। ভারতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটো করে উইকেট নেন বরুণ চক্রবর্থী, শিভম দুবে ও অভিষেক শর্মা। এক উইকেট নেন রবি বিষ্ণোই। ম্যাচের সেরা হয়েছেন অভিষেক শর্মা। সিরিজের সেরা বরুণ চক্রবর্থী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার