অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২৪-এ ভারতের যাত্রা শুরু হয়ে গেল সহজ জয়ের সঙ্গেই যা প্রত্যাশিতই ছিল। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ভারতকে মুখোমুখি হতে হবে চিরশত্রু পাকিস্তানের। তার আগে এই জয় নিজেদের মেপে নেওয়ার। সেখানে সফল তবে আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে জিতে আত্মতুষ্ট হওয়ার কোনও কারণ নেই। কারণ আসল পরীক্ষা এখনও বাকি। এদিন নিউ ইয়র্কে গ্রুপ-এ-র ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ৯৬ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান ২৬। আসে সাত নম্বরে ব্যাট করতে নামা গ্যারেথ ডেলানির ব্যাট থেকে। তাঁর আগে দুই ওপেনার অ্যান্ডি বালবিরনি ৫, পল স্টার্লিং ২, লোরকান টাকার ১০, হ্যারি টেক্টর ৪, কার্টিস ক্যামফার ১২, জর্জ ডকরেল ৩, মার্ক আদের ৩, ব্যারি ম্যাককারথি ০, জোশ লিটিল ১৪ রান করে আউট হন। ২ রানে অপরাজিত থাকেন বেন হোয়াইট।
ভারতের হয়ে এদিন বল হাতে সফল হার্দিক পাণ্ড্যে। তিনি চার ওভার বল করে ২৭ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। এছাড়া দুটো করে উইকেট নেন অর্শদীপ সিং ও যশপ্রিত সিং। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল। এদিন এক ওভার বল করলেও উইকেট পাননি রবীন্দ্র জাডেজা।
জবাবে ব্যাট করতে নেমে সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যান ভারত। যদিও এই লক্ষ্যে পৌঁছে এক উইকেট হারিয়ে ফেলে ভারত। প্রথম ম্যাচে দলে জায়গা হয়নি ওপেনার যশস্বী জয়সওয়ালের। তিনি দলে না থাকায় সহজেই পরিষ্কার হয়ে যায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামতে চলেছেন বিরাট কোহলি। যিনি সদ্য শেষ হওয়া আইপিএল-এ তাঁর ফ্র্যাঞ্চাইজির হয়ে নিয়মিত ওপেন করে কমলা টুপি জিতে নিয়েছিলেন। সেই বিরাট কোহলি এদিন ওপেন করতে নেমে রান পেলেন না। মাত্র ১ রান করে আউট হয়ে যান তিনি।
বাকি কাজ ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে করে দেন রোহিত শর্মা। ৩৭ বলে ৫২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রোহিত। তাঁর জায়গায় নেমে ভরসা দিতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ২ রান করে আউট হয়ে যান তিনি। এর পর শিবম দুবে নামলেও তাঁকে কোনও কাজ করতে হয়নি। ২৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। ১২.২ ওভারে দুই উইকেট হারিয়ে ৯৭ রান তুলে নেয় ভারত। আয়ারল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন মার্ক আদের ও বেন হোয়াইট। তিন ওভারে মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বুমরাহ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার