অলস্পোর্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ছিল নিয়মরক্ষার। কারণ দুই দলি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। যদিও এই ম্যাচের ফলের উপর নির্ভর করছিল গ্রুপ শীর্ষ থেকে কোন দল শেষ করবে। তবে দুই দলের খেলা দেখে একবারও মনে হয়নি এই ম্যাচ নিয়মরক্ষার। আসলে দুই দলই চেয়েছিল জয়ের ধারা ধরে রাখতে। আর সেখানে সফল ভারতীয় ক্রিকেট দল। এদিন দুবাইয়ে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সামনে ২৫০ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারতীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২০৫ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৪৪ রানে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত।
এদিন দল গঠনে চমক দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আগের দিন পর্যন্ত শোনা যাচ্ছিল চোটের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত শর্মা ও মহম্মদ শামিকে। কারণ এই ম্যাচ অতটাও গুরুত্বপূর্ণ নয়। তবে দেখা গেল দু’জনই দলে রয়েছেন। তবে বিশ্রাম দেওয়া হয়েছে হর্ষিত রানাকে। ঋষভ পন্থকে এদিনও বাইরেই থাকতে হয়েছে আর সুযোগ এসে গিয়েছে বরুণ চক্রবর্থীর কাছে। তবে এদিন ব্যর্থ ভারতের সেরা তিন টপ অর্ডার ব্যাটার। রোহিত শর্মা ১৫, শুভমান গিল ২ ও বিরাট কোহলি ১১ রান করে আউট হয়ে যান।
প্রথম তিন তারকা ব্যাটার দলগত ৩০ রানে ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। দু’জনে বাতের রানকে ৩০ থেকে ১২৮ রানে নিয়ে যান। অক্ষর প্যাটেল ফেরেন ৪২ রানে। শ্রেয়াসের ব্যাট থেকে আসে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৯ রান। এর পর কেএল রাহুল ২৩, হার্দিক পাণ্ড্যে ৪৫, রবীন্দ জাডেজা ১৬ ও মহম্মদ শামি ৫ রান করে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। ভারত ৫০ ওভারে ২৪৯-৯-এ থামে।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে এদিন দারুণ সফল ম্যাচ হেনরি। পাঁচ উইকেট তুলে নেন তিন। এছাড়া একটি করে উইকট নেন কেইল জেমসন, উইল রুরকি, মিচেল সাঁতনার ও রাচিন রবীন্দ্র। এদিন অসাধারণ কিছু ক্যাচের নজিরও রাখলেন কিউই ফিল্ডাররা। জবাবে ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার ফিরে যান দলগত ৪৯ রানে। উইল ইয়ং ২২ ও রাচিন রবীন্দ্র ৬ রানে আউট হন বরুণ ও হার্দিকের বলে। সুযোগ পেয়েই এদিন বল হাতে দাপট দেখালেন বরুণ। ১০ ওভার বল করে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিলেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে একা লড়লেন কেন উইলিয়ামসন। ৮১ রানের ইনিংস খেললেন তিনি। এছাড়া ড্যারেল মিচেল ১৭, টম লাথাম ১৪, গ্লেন ফিলিপ ১২, মিচেল ব্রেসওয়েল ২, মিচেল সাঁতনার ২৮, ম্যাট হেনরি ২, উইল রুরকি ১ রান করে আউট হন। ৩৩ বল বাকি থাকতেই ২০৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে বরুণের পাঁচ উইকেট ছাড়া এদিন জোড়া উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট হার্দিক পাণ্ড্যে, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাডেজার।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষ প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার