Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটঅনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আরও একটি বড় জয় ভারতীয় দলের

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আরও একটি বড় জয় ভারতীয় দলের

অলস্পোর্ট ডেস্ক: আরও একটি বড় জয় ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ভারতের ছেলেরা। মঙ্গলবার ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। যাদের বিরুদ্ধে ২১৪ রানে জয় তুলে নিল তারা। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২৯৫ রান করে ভারত। কিন্তু ভারতের তৈরি করা রানের পাহাড়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে নিউজিল্যান্ড। মত্র ৮১ রানে অল-আউট হয়ে যায় তারা।

এদিন প্রথমে ব্যাট করে ভারতের ঝুলিতে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিও আসে। যার ফলে ভারতের রান পৌঁছে যায় প্রায় ৩০০-র কাছে। মাত্র পাঁচ রান পিছনে থাকতে হয়। ওপেন করতে নেমে ৫২ রানের ইনিংস খেলেন আজদর্শ সিং। আর এক ওপেনার আর্শিন কুলকার্নি মাত্র ৯ রান করে আউট হয়ে যাওয়ার পর আদর্শের সঙ্গে ভারতীয় ব্যাটিংকে এই উচ্চতায় নিয়ে যান মুশির খান। ১২৬ বলে ১৩টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩১ রানের ইনিংস খেলেন মুশির। ২৮ রানে ভারত প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট যায় ১০৫ রানে।

এই দুই ব্যাটারই আসল কাজ করে দিয়ে গিয়েছিলেন। এর পর অধিনায়ক উদয় সাহারান ৩৪, আরাবল্লী অভনিশ ১৭, প্রিয়াংশু মোলিয়া ১০, সচিন ধাস ১৫, মুরুগান অভিষেক ৪ রানে আউট হন। নমন তিওয়ারি ৩ ও রাজ লিম্বানি ২ রানে অপরাজিত থাকেন। ভারত ৫ ওভারে ২৯৫-৮-এ থামে। নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট তুলে নেন মাসন ক্লার্ক। একটি করে উইকেট নেন রায়ান, এওয়াল্ড, কামিন্স ও অলিভার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। কনও রান করে ফিরে যান ওপেনার টম জোনস। আর এর ওপেনার জেমস নেলসন ফেরেন ১০ রানে। তিন নম্বরে নেমেও ভরসা দিতে পারেননি স্নেহিথ রেড্ডি (০)। এছাড়া লাচলান স্ট্যাকপোল ৫, অস্কার জ্যাকসন ১৯, অলিভার তেওয়াটিয়া ৭, জ্যাক কামিং ১৬, অ্যালেক্স থমসন ১২, এওয়াল্ড স্ক্রিউডার ৭, রায়ান সোরগাস ০ রানে আউট হন। ২৮.১ ওভারে ৮১ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে চার উইকেট নেন সৌমি পাণ্ডে।

ভারতের হয়ে দুটো করে উইকেট নেন রাজ লিম্বানি ও মুশির খান। একটি করে উইকেট নেন নমন তিওয়ারি ও আর্শিন কুলকার্নি। ম্যাচের সেরা হয়েছেন ভারতের মুশির কুলকার্নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments