অলস্পোর্ট ডেস্ক: নিউ ইয়র্কে বৃষ্টি বিঘ্নিত টি২০ বিশ্বকাপ ২০২৪-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত শুরু হল ৫০ মিনিট দেড়িতে। ভারতীয় সময় রাত ৭.৫৫ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সময় মতো টসই করা সম্ভব হয়নি বৃষ্টির জন্য। স্থানীয় সময় সকাল থেকেই পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি চলতে থাকে। কখনও কম তো কখনও বেশি। শেষ পর্যন্ত ভারতীয় সময় রাত আটটা নাগাদ বৃষ্টি থামলে টস করার সিদ্ধান্ত নেওয়া হয়। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথম থেকেই নিউ ইয়র্কের পিচ নিয়ে সমালোচনা হচ্ছে। তার মধ্যেই প্রথমে ব্যাট করতে নামে ভারত। যদিও টসের পরে আবারও বৃষ্টি শুরু হওয়ায় সাড়ে আটটায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
২০ মিনিট অপেক্ষার পর ব্যাট করতে নামে ভারত। কিন্তু ভারতীয় ব্যাটিং খুব একটা সুখকর হয়নি। পুরো ২০ ওভার ব্যাট করতে ব্যর্থ হয় ভারত। ১৯ ওভারে ১১৯ রান করে অলআউট হয়ে যায় ভারত। ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতার মঞ্চেই দাপট দেখান বোলাররা। ব্যাটারদের কঠিন করে ফেলা ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টি২০ বিশ্বকাপ ২০২৪-এ দ্বিতীয় জয় তুলে নেন ভারতীয় বোলাররা। শেষওভারে জিততে হলে পাকিস্তানের দরকার ছিল ১৮ রান। শেষ ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন অর্শদীপ। শেষ বলে ভারতের দরকার ছিল ৮ রান। ২০ ওভারে ১১৩-৭-এ থামে পাকিস্তান। ছয় রানে পাকিস্তানকে হারিয়ে গ্ৰুপ শীর্ষে চলে গেল ভারত।
এদিন আয়ারল্যান্ড ম্যাচের দলে কোনও পরিবর্তন না করেই দল নামিয়েছিল টিম ম্যানেজমেন্ট। যদিও বিশেষজ্ঞ মহল থেকে যশস্বী জয়সওয়ালের জন্য দাবি উঠে গিয়েছে ইতিমধ্যেই। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ওপেন করতে নেমে ব্যর্থ বিরাট কোহলি। মাত্র চার রান করে ফিরে যান তিনি। আয়ারল্যান্ড ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও এদিন মাত্র ১৩ রান করে ফেরেন অধিনায়ক ওপেনার রোহিত শর্মাও। এর পর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল। পন্থ ৪২ ও প্যাটেল ২০ রান করে আউট হন। এর পর আর কেউই ভরসা দিতে পারেননি পাক বোলারদের সামনে।
সূর্যকুমার যাদব, যিনি ভারতীয় দলের মিডল অর্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ নাম তিনিও এদিন মাত্র ৭ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। এছাড়া শিভম দুবে ৩, হার্দিক পাণ্ড্যে ৭, রবীন্দ্র জাডেজা ০, অর্শদীপ সিং ৯, যশপ্রীত বুমরাহ ০ রান করে আউট হন। ৭ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। পাকিস্তানের হয়ে এদিন বল হাতে সফল নাসিম শাহ ও হ্যারিস রউফ। তিনটি করে উইকেট তুলে নেন দু’জনেই। দুই উইকেট নেন মহম্মদ আমির। এক উইকেট শাহিন শাহ আফ্রিদির।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন পাকিস্তান ব্যাটাররা কারণ লক্ষ্য ছিল খুবই কম। যার ফলে ভারতীয় বোলারদের উপর বড় চাপ ছিল। অধিনায়ক বাবর আজমের সঙ্গে ব্যাট করতে নেমেছিলেন মহম্মদ রিজওয়ান। বাবর ১৩ রান করে দ্রুত ফিরে গেলেও লড়াই চালিয়ে যান রিজওয়ান। ৪৪ বলে ৩১ রান করে আউট হন তিনি। তার আগে উসমান খান ও ফখর জামানও ফেরেন ১৩ রান করে। পাকিস্তানের তিনজন ব্যাটার ফেরেন ব্যক্তিগত ১৩ রানে। এর পর শাদাব খান ৪, ইফতিখার আহমেদ ৫, ইমাদ ওয়াসিম ১৫ রানে ফেরেন। ভারতের হয়ে তিন উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দুই উইকেট হার্দিক পাণ্ড্যের। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং। শুরুতেই সহজ ক্যাচ ফেলেন শিভম দুবে। তবে তা ভারতের জয় আটকাতে পারেনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার