অলস্পোর্ট ডেস্ক: গৌতম গম্ভীর-সূর্যকুমার যাদব জুটি শুরুতেই হিট। শনিবার শ্রীলঙ্কা সফর দিয়ে টি২০-তে শুরু হয়ে গেল এই জুটির দৌঁড়। যা জয় দিয়েই হল। এদিন পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল হোম টিম শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ভারত থামে ২১৩-৭-এ। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৯.২ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায়। ৪৩ রানে সিরিজের প্রথম ম্যাচ জিতে দারুণভাবে শুরু করে দিল ভারত।
এদিন ব্যাট হাতে শুরু করে দেশের হয়ে ভিতটা তৈরিই করে দিয়েছিলেন ভারতর দুই ওপেনার। যশস্বী জয়সওয়াল ২১ বলে ৪০ ও শুভমান গিল ১৬ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে বড় রানের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন। এর পর তিন ও চার নম্বরে ব্যাট করতে নেমে দুই ওপেনারকেও ছাঁপিয়ে গেলেন সূর্যকুমার যাদব ঋষভ পন্থ। পন্থ মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন। ৩৩ বলে ৪৯ রান করে আউট হলেন।
তবে এদিন ম্যাচের সেরা ব্যাটিং করলেন দলের নবাগত অধিনায়ক সূর্যকুমার যাদব। ২৬ বলে আটটি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৮ রানের ইনিংস খেললেন তিনি। চার উইকেটে ভারতের রান ১৭৬-এ পৌঁছে দিয়েছিল ভারতের টপ অর্ডার। এর পর আর কেউ রান পাননি তেমন। হার্দিক পাণ্ড্যে ৯, রিয়ান পরাগ ৭, রিঙ্কু সিং ১ রান করে আউট হন। অক্ষর প্যাটেল ১০ ও অর্শদীপ সিং ১ রান করে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার হয়ে চার উইকেট নেন মাথিশা পাথিরানা। একটি করে উইকেট নেন দিলশান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্ডো, ওয়ানিন্দু হাসারাঙ্গা। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা ভারতের থেকেও ভাল করে দিয়েছিল। ওপেনিং জুটিতে ৮৪ রান করে ভারতের বোলারদের চাপে পেলে দিয়েছিল দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। পাথুমের ব্যাট থেকে আসে ৭৯ রান। কুশল করেন ৪৫।
এর পর কুসল পেরেরা ২০, কামিন্দু মেন্ডিস ১২, চরিথ আসাঙ্কা ০, দাসুন শানাকা ০, ওয়ানিন্দু হসারাঙ্গা ২, মাহেশ থিকসানা ২, মাথিশাপাথিরানা ৬, দিলশন ০ রানে আউট হন। ভারতের হয়ে তিন উইকেট নেন রিয়ান পরাগ। দুটো করে উইকেট নেন আর্শদীপ সিং ও একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও রবি বিষ্ণোই।ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার যাদব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার