অলস্পোর্ট ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত শ্রীলঙ্কা বনাম ভারত দ্বিতীয় টি২০ ম্যাচের বেশিরভাগ সময়ই কাটল প্রকৃতির রোষে। প্রথমে তো ম্যাচ শুরুই হল নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা পড়ে। যদিও টস জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারই খেলা সম্ভব হয়েছিল প্রথম ইনিংসে। কিন্তু দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নামল ভারত তখন আবার বৃষ্টি এসে সব ভেস্তে দিল। এবং ভারতের ব্যাটিংয়ের ভার কমে দাঁড়াল ৮-এ। ভারতের লক্ষ্য দাঁড়াল ৮ ওভারে ৭৮ রান। যযা ৯ বল বাকি থাকতেই সাত উইকেটে জিতে নিল ভারত। এর সঙ্গে সিরিজও পকেটে পুড়ে নিল।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইককেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে পাথুম নিসাঙ্কা ৩২, কুসল মেন্ডিসস ১০, কুসল পেরেরা ৫৩, কামিন্দু মেন্ডিস ২৬, চরিথ আসালাঙ্কা ১৪, দাসুন শানাকা ০, ওয়ানিন্দু হাসারাঙ্গা ০, রমেশ মেন্ডিস ১২, মহেশ থিকশানা ২ রান করে আউট হন। ১ রান করে অপরাজিত থাকেন মাথিশা পাথিরানা। ভারতের হয়ে ৩ উইকেট নেন রবি বিষ্ণোই। দুটো করে উইকেট নেন অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও হার্দিক পাণ্ড্যে।
প্রাথমিকভাবে ভারতের সামনে লক্ষ্য ছিল ১৬২ রান। কিন্তু বৃষ্টির জন্যআবার থমকে যায় ম্যাচ। দ্বিতীয় ইনিংস যখন শেষ পর্যন্ত শুরু হয় তখন অনেকটা সমময় পেড়িয়ে গিয়েছে। পুরো ২০ ওভার খেলার মতো সময় নেই। কিন্তু ওভার এতটাই কমে যায় যে পুরো ১০ ওভার খেলার মতোও অবস্থা ছিল না। ম্যাচ কমে দাঁড়ায় ৮ ওভারে। কিন্তু ভারত ৬.৩ ওভারেই ৩ উইকেটে ৮১ রান করে ম্যাচ শেষ করে দেয়।
ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। সঞ্জু রানের খাতা খুলতে না পারলেও যশস্বী ১৫ ওভারে ৩০ রান করেন। গত ম্যাচে বড় রান করা অধিনাায়ক সূর্যকুমার যাদব ২৬ রান করে আউট হন। ২২ রানে হার্দিক পাণ্ড্যে ও ২ রানে ঋষভ পন্থ অপরাজিত থাকেন। হার্দিক বাউন্ডারি হাঁকিয়ে জয় এনে দেন। ম্যাচের সেরা হয়েছেন তিন উইকেট নেওয়া রবি বিষ্ণোই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার