অলস্পোর্ট ডেস্ক: আমেরিকার বিরুদ্ধে ভারতে যে সহজেই জয তুলে নেবে এটা হয়তো সকলেই ধরে নিয়েছিল। কিন্তু ততটাও সহজ হল না। মাত্র ১১১ রানেরর লক্ষ্যমাত্রায় পৌঁছতে তিন উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। সঙ্গে লাগল ১৯ ওভার। নিউইয়র্কে যে মাঠে আগের দুটো ম্যাচ জয় তুলে নিয়েছিল ভারত এদিনও সেই মাঠেই হোম টিম আমেরকাকে পরাস্ত করল। এদিন টস জিতে প্রথমে আমেরিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। আমেরিকা প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেটে ১১০ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে তিন উইকেট হারিয়ে ১১১ রান তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল।
প্রথমে ব্যাট করতে নেমে আমেরিকার ওপেনার শায়ন জাহাঙ্গির এক বল খেলেই কোনও রান না করে ফিরে যান। আর এক ওপেনার স্টিভেন টেলর ২৪ রান করেন। তিন নম্বরে নামা আন্দ্রিস গাউস ২ রান করে আউট হন। এছাড়া অধিনায়ক অ্যারন জোনস ১১, নীতিশ কুমার ২৭, কোরে অ্যান্ডারসন ১৫, হরমিত সিং ১০, জশদীপ সিং ২ রান করে আউট হন। শ্যাডলি ভ্যান ১১ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ১১০-৮-এ থামে আমেরিকা।
পাকিস্তান ম্যাচের হিরো সৌরভ নেত্রাভালকার এদিন ব্যাট করতে নামার সুযোগ পাননি। যদিও এই আমেরিকা দলকে ভারতের বি টিম বলেই আখ্যা দেওয়া হচ্ছে দলে একাধিক ভারতীয় বংশোদ্ভুত থাকায়। যদিও মূল ভারতীয় দলকে তাঁরা এদিন হারাতে পারেননি। এদিন ভারতের হয়ে বল হাতে সফল অর্শদীপ সিং। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া ২ উইকেট নেন হার্দিক পাণ্ড্যে ও ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। পাকিস্তান ম্যাচে বল হাতে হিরো হয়ে যাওয়া যশপ্রীত বুমরাহ এদিন উইকেট পাননি।
তবে ভারতের ব্যাটিং কিন্তু এদিনও টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথার কারণ হতে পারে। কারণ দলের দুই সেরা এবং অভিজ্ঞ ব্যাটার এদিনও রান পেলেন না। এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ফিরলেন ৩ রানে, বিরাটের রানের খাতা শূন্য। তিন নম্বরে নেমে ঋষভ পন্থ ১৮ রান করে আউট হন। যদিও চার ও পাঁচ নম্বরে নেমে ভারতের হয়ে জয এনে দেন সূর্যকুমার যাদব ও শিভম দুবে। সূর্যকুমারের ব্যাট থেকে এদিন ৪৯ বলে ৫০ রান এল জোড়া বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারির সাহায্যে। এই প্রথম রান পেলেন শিভম দুবেও। ৩১ রান করলেন তিনি। দু’জনোই অপরাজিত থাকলেন।
১০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। আমেরিকার হয়ে জোড়া উইকেট নেন সৌরভ নেত্রাভেলকর। এক উইকেট নেন আলি খান। ম্যাচের সেরা হয়েছেন অর্শদীপ সিং। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে শেষ আটে পৌঁছে গেল ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার