অলস্পোর্ট ডেস্ক: জিম্বাবোয়েতে নতুন টিম ইন্ডিয়ার সিরিজ জয় হয়ে গেল। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ও তৃতীয় টি২০ জিতে সিরিজে এগিয়েই শনিবার খেলতে নেমেছিল শুভমান গিলের ভারত। আত্মবিশ্বাস তো ছিলই সঙ্গে ছিল রোহিত, বিরাটদের পরবর্তী প্রজন্ম হয়ে ওঠার ভরসা দেওয়া। আর তাতে সফল এই দল। এদিন হারারেতে টস জিতে প্রথমে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠিয়েছিলন শুভমান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে জিম্বাবোয়ে। জবাবে ব্যাট করতে নেমে সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১০ উইকেটে জিতে সিরিজ ৩-১-এ জিতে নিল ভারত।
এদিন জিম্বাবোয়ের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন চাারনম্বরে নামা অধিনায়ক সিকান্দর রাজা। এছাড়া ওয়েসলি ২৫, মারুমানি ৩২, ব্রায়ান বেনেট ৯, ক্যাম্পবেল ৩, ডিয়ন মেয়ার্স ১২, ক্লাইভ ৭ রান করে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন ফরাজ আক্রম। নির্ধারিত ওভারে জিম্বাবোয়ে থামে ১৫২-২-এ।
ভারতের হয়ে বল হাতে প্রায় সকলেই এদিন উইকেট পান। খলিল আহমেদের দুই উইকেট ছাড়া একটি করে উইকেট নেন তুষার দেশপাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মাা ও শিভম দুবে।
১৫৩ রানর লক্ষ্যে কোনও উইকেট না হারিয়েই পৌঁছে যায় ভারত। জিম্বাবোয়ে বোলারদের অকেজ করে ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল কাজ সম্পূর্ণ করে দেন। সেঞ্চুরি হাতছাড়া হলেও দলকে লক্ষ্য পৌঁছে দেন যশস্বী। ৫৩ বলে ১৩টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯৩ রান করে অপরাজিত থাকেন যশস্বী জয়সওয়াল।
উল্টোদিকে যশস্বীর বিধ্বংসী ব্যাটিংকে যোগ্য সঙ্গত দিয়ে যান অধিনায়ক। ৩৯ বলে তঁর অপরাজিত ৫৮ রানের ইনিংস সাজানো ছিল ছ’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি দিয়ে। রাউন্ডারি হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন যশস্বী। ১৫.২ ওভারে ১৫৬ রান তুলে জয় নিশ্চিত করে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার